Sunday, May 4, 2025

পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদেরও নির্বাচনে কাজের নির্দেশ! বড় সিদ্ধান্ত হাইকোর্টের

Date:

নির্বাচনের (Election) কাজ থেকে অব্যহতি চেয়েও লাভের লাভ হল না। শনিবার ইঞ্জিনিয়ারদের (Engineer) দায়ের করা মামলার নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) সাফ জানান, পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদেরও পঞ্চায়েত নির্বাচনে সমানভাবে কাজ করতে হবে। সপ্তাহ ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তবুও সেই নির্বাচন নিয়ে মামলার শেষ নেই। হাইকোর্টে শুনানি হচ্ছে একের পর এক মামলার। তবে এই মামলায় রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) কাছে রিপোর্ট তলব করেছে আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

এছাড়াও, মনোনয়নের দিনক্ষণ পেরিয়ে যাওয়ার পরও একাধিক প্রার্থী মনোনয়ন জমা করেছেন বলে অভিযোগ। তা নিয়েও মামলা গড়িয়েছে কলকাতা হাই কোর্টে। এদিন সেই মামলায় বিডিও অফিসের ভিডিও ফুটেজ তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তবে রাজ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে নির্বাচনের কাজে অব্যাহতি চেয়ে মামলা দায়ের করা হয়। তাঁদের দাবি, প্রশাসনিক কাজের বাইরে তাঁদের রাস্তা, ব্রিজ মেরামত সহ যাবতীয় ওই সংক্রান্ত কাজ করতে হয়। তবে সব সময় তারা বিভিন্ন কাজে কাজে ব্যস্ত থাকে। আর সেই কারণে তাঁদের নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক। কিন্তু বিচারপতি সাফ জানিয়ে দেন, কোনওভাবে তারা অব্যহতি পেতে পারেন না।

পাশাপাশি এদিন অপর একটি মামলায়, মনোনায়নের শেষ দিনের পরেও তা জমা করার অভিযোগ উঠেছে। ১৫ জুন মনোনয়ন জমার শেষ দিন ছিল। সেখানে কি করে ২৪ জুন একজন জমা দেয় মনোনয়ন, সেই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়।

 

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version