Saturday, August 23, 2025

কুস্তি নিয়ে মাসখানেক ধরে ডামাডোল চলছে।এশিয়ান গেমসের ট্রায়াল নিয়ে ঝামেলা অব্যাহত। তখন এশিয়ান গেমসের জন্য ১৩ সদস্যের বক্সিং দল ঘোষণা করল ভারতীয় বক্সিং সংস্থা। তালিকায় সাতজন পুরুষ ও ছ’জন মহিলা বক্সার রয়েছেন। পুরুষদের মধ্যে যেমন শিবা থাপা রয়েছেন, তেমনই মহিলাদের দলে রয়েছেন লভলীনা বরগোঁহাই, নিখাত জারিনের মতো বক্সার। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হ্যাংঝৌয়ে হবে এশিয়ান গেমস।এশিয়ান গেমসে ছ’বারের পদকজয়ী শিবা ৬৩.৫ কেজি বিভাগে নামবেন। এশিয়ান গেমসে ছ’টি পদক ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন তিনি। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লভলীনা এবং দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নিখাতের উপরেও ভরসা রাখছে ভারত। ৭৫ কেজি বিভাগে খেলবেন লভলীনা। নিখাত খেলবেন ৫০ কেজি বিভাগে।

ভারতীয় বক্সিং সংস্থার সভাপতি অজয় সিং জানিয়েছেন, ভারত যথেষ্ট শক্তিশালী দল পাঠাচ্ছে। বেশ কিছু দিন ধরে ওরা প্রস্তুতি চালাচ্ছে। এশিয়ান গেমসে সাফল্য আসবেই। গত কয়েক বছরে দাপট দেখিয়েছে। অলিম্পিক্স থেকে শুরু করে কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সাররা দাপট দেখিয়েছেন।

এশিয়ান গেমসে ভারতীয় দল—

পুরুষদের দল: দীপক ভোরিয়া (৫১ কেজি), সচিন (৫৯ কেজি), শিবা থাপা (৬৩.৫ কেজি), নিশান্ত দেব (৭১ কেজি), লক্ষ্য চাহার (৮০ কেজি), সঞ্জিত কুমার (৯২ কেজি), নরেন্দ্র বেরওয়াল (৯২ কেজির বেশি)।

মহিলাদের দল: নিখাত জারিন (৫০ কেজি), প্রীতি (৫৪ কেজি), পারভিন (৫৭ কেজি), জাসমিন লাম্বোরিয়া (৬০ কেজি), অরুন্ধতী চৌধরি (৬৬ কেজি), লভলীনা বরগোঁহাই (৭৫ কেজি)।

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version