Tuesday, August 26, 2025

উন্নয়নের ধারা বজায় রাখতে পূর্ব মেদিনীপুরে তৃণমূলকে জয়ী করার আহ্বান কুণালের

Date:

পঞ্চায়েত ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।আগামী ৮ জুলাই নির্বাচন। তার আগে আজ শেষ রবিবার পূর্ব মেদিনীপুরে শাসকদলের প্রচার ছিল তুঙ্গে। পূর্ব মেদিনীপুরে খেজুরি ২ নম্বর ব্লকে উৎসব ভবনের পথসভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত কিছুর দাম লাগামছাড়া বাড়িয়েছে। পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাসের দাম আকাশছোঁওয়া।সারের দাম বাড়ানোয় চাষিরা বিপাকে পরেছেন।বিজেপি শুধু মানুষকে শষোষণ করছে। মানুষের গচ্ছিত রাখা শেষ সম্বল জমা রাখা টাকাতেও ব্যাংকের সুদ ক্রমশ কমছে। অন্যদিকে তৃণমূল সরকার মানুষের জন্য ৬০ থেকে ৭০ টি প্রকল্প চালু করেছে। যার সুবিধা প্রতি মূহূর্তে মানুষ পাচ্ছেন। কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সব সুবিধা রাজ্যের মানুষ পাচ্ছেন।
কুণাল বলেন, রাস্তা-আলো-জল উন্নতি হয়েছে। এই সরকারের দৌলতে মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছেন। এদিন খেজুরিতে দাঁড়িয়েও ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তোপ দাগেন কুণাল। বলেন, ও আর ওর পরিবার তৃণমূল কংগ্রেস থেকে অনেক সুবিধা পেয়েছে। সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু নিজে বাঁচতে এখন বিজেপির ছাতার তলায় আশ্রয় নিয়েছে।
তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি আদি বিজেপি কর্মী সমর্থকদেরও তৃণমূলকে সমর্থন করার আহ্বান জানান কুণাল।বলেন, নিজেদের অধিকার রাখতে, বিভিন্ন প্রকল্পের সুবিধা বজায় রাখতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।এরই পাশাপাশি, এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দেশপ্রাণ ব্লকের আউড়াই কালীমন্দির অঞ্চলেও পথসভায় হয়। পঞ্চায়েতের প্রার্থী ছাড়াও জেলা পরিষদের প্রার্থীরাও এই পথসভাগুলিতে উপস্থিত ছিলেন।পূর্ব মেদিনীপুরের খেজুরি দুই ব্লকের গোডাউন বাজারের জনসভাতেও তৃণমূল মুখপাত্র কুণাল রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা তুলে ধরে তৃণমূলকে জয়ী করার আহ্বান জানান।

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version