Sunday, August 24, 2025

১ টা বিজেপি রাজ্যে মহিলাদের ১০০০ টাকা দিক, সুকান্তকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের বাকি আর ৫ দিন। শেষ লগ্নের প্রচারে প্রতিশ্রুতির বন্যা বইয়ে মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। তবে মানুষকে বোকা বানাতে বিজেপির(BJP) এই প্রচেষ্টার হাটে হাড়ি ভাঙলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। শনিবার পুরুলিয়ার(Purulia) বাঘমুণ্ডির জনসভা থেকে তিনি জানালেন, ১২ রাজ্যে বিজেপি ক্ষমতায়। ১টা রাজ্যে যদি সব মহিলাদের ১০০০ টাকা করে বিজেপি সরকার দেয় তবে আমি রাজনীতি ছেড়ে দেব। একইসঙ্গে এদিনের জনসভা দুর্নীতি ইস্যুতে বিজেপিকে একহাত নেন অভিষেক।

শনিবার পুরুলিয়ার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি নেতারা আগে বলত লক্ষ্মীর ভাণ্ডার নাকি ভিক্ষা। আর এখন বিজেপির রাজ্য সভাপতি বলছেন, তাঁরা জিতলে নাকি মহিলাদের ২ হাজার টাকা করে দেবে। আমি ওনাদের জানাতে চাই, ১২ টা রাজ্যে ক্ষমতায় রয়েছে ওরা। এতগুলো রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে সব মহিলাকে ১ হাজার টাকা করে দিতে পারে, আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেব।” বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির হাঁড়ি ভেঙে এরপর অভিষেক বলেন, “কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল, আর কথা দিয়ে পালিয়ে যাওয়ার নাম বিজেপি। আপনাদের বলেছিল ১৫ লাখ টাকা দেবে। দিয়েছে? বছরে ২ কোটি বেকারকে চাকরি দেবে। চাকরি হয়েছে? কৃষকের আয় নাকি ৩ গুন হবে? হয়েছে কি? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা করেছেন।”

এরপর তৃণমূল শাসনে বাংলায় উন্নয়নের খতিয়ান তুলে অভিষেক বলেন, “পুরুলিয়ায় ৬ বিধানসভায় আমাদের প্রতিনিধি নেই, কিন্তু কেউ বলতে পারবে না বিজেপি করি অথচ লক্ষ্মীর ভাণ্ডার পাইনি। সিপিএম করি অথচ কন্যাশ্রী পাইনি। কংগ্রেস করি অথচ সবুজ সাথী পাইনি। এটাই তৃণমূল।” এরপর তৃণমূল শাসনে পুরুলিয়ায় উন্নয়নের খতিয়ান দিয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু পুরুলিয়াতে ৬ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন। ৩ লক্ষ ১৩ হাজার পড়ুয়াকে ঐক্যশ্রী দিয়েছে, ৭ লক্ষ ৭০ হাজার স্বাস্থ্যসাথী প্রকল্পে উপকৃত, খাদ্যসাথী প্রকল্পে ২৮ লক্ষ ৯৪ হাজার মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন, ২ লাখ ৭৫ হাজার জন কন্যাশ্রী পাচ্ছে, ৭ লাখ ৬২ কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে, পথশ্রী প্রকল্পে ৫০০ কোটি টাকা খরচে ৫০০ নতুন রাস্তা হচ্ছে, ১৭০ টা পঞ্চায়েতে নতুন রাস্তা তৈরি হচ্ছে। এছাড়াও ১২০০ কোটি টাকা খরচে জলের প্রকল্প হচ্ছে। ৪ দফতর মিলে ৫ হাজার কোটি টাকার কাজ করেছে পুরুলিয়ায়।”

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...