Monday, August 25, 2025

১ টা বিজেপি রাজ্যে মহিলাদের ১০০০ টাকা দিক, সুকান্তকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের বাকি আর ৫ দিন। শেষ লগ্নের প্রচারে প্রতিশ্রুতির বন্যা বইয়ে মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। তবে মানুষকে বোকা বানাতে বিজেপির(BJP) এই প্রচেষ্টার হাটে হাড়ি ভাঙলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। শনিবার পুরুলিয়ার(Purulia) বাঘমুণ্ডির জনসভা থেকে তিনি জানালেন, ১২ রাজ্যে বিজেপি ক্ষমতায়। ১টা রাজ্যে যদি সব মহিলাদের ১০০০ টাকা করে বিজেপি সরকার দেয় তবে আমি রাজনীতি ছেড়ে দেব। একইসঙ্গে এদিনের জনসভা দুর্নীতি ইস্যুতে বিজেপিকে একহাত নেন অভিষেক।

শনিবার পুরুলিয়ার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি নেতারা আগে বলত লক্ষ্মীর ভাণ্ডার নাকি ভিক্ষা। আর এখন বিজেপির রাজ্য সভাপতি বলছেন, তাঁরা জিতলে নাকি মহিলাদের ২ হাজার টাকা করে দেবে। আমি ওনাদের জানাতে চাই, ১২ টা রাজ্যে ক্ষমতায় রয়েছে ওরা। এতগুলো রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে সব মহিলাকে ১ হাজার টাকা করে দিতে পারে, আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেব।” বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির হাঁড়ি ভেঙে এরপর অভিষেক বলেন, “কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল, আর কথা দিয়ে পালিয়ে যাওয়ার নাম বিজেপি। আপনাদের বলেছিল ১৫ লাখ টাকা দেবে। দিয়েছে? বছরে ২ কোটি বেকারকে চাকরি দেবে। চাকরি হয়েছে? কৃষকের আয় নাকি ৩ গুন হবে? হয়েছে কি? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা করেছেন।”

এরপর তৃণমূল শাসনে বাংলায় উন্নয়নের খতিয়ান তুলে অভিষেক বলেন, “পুরুলিয়ায় ৬ বিধানসভায় আমাদের প্রতিনিধি নেই, কিন্তু কেউ বলতে পারবে না বিজেপি করি অথচ লক্ষ্মীর ভাণ্ডার পাইনি। সিপিএম করি অথচ কন্যাশ্রী পাইনি। কংগ্রেস করি অথচ সবুজ সাথী পাইনি। এটাই তৃণমূল।” এরপর তৃণমূল শাসনে পুরুলিয়ায় উন্নয়নের খতিয়ান দিয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু পুরুলিয়াতে ৬ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন। ৩ লক্ষ ১৩ হাজার পড়ুয়াকে ঐক্যশ্রী দিয়েছে, ৭ লক্ষ ৭০ হাজার স্বাস্থ্যসাথী প্রকল্পে উপকৃত, খাদ্যসাথী প্রকল্পে ২৮ লক্ষ ৯৪ হাজার মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন, ২ লাখ ৭৫ হাজার জন কন্যাশ্রী পাচ্ছে, ৭ লাখ ৬২ কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে, পথশ্রী প্রকল্পে ৫০০ কোটি টাকা খরচে ৫০০ নতুন রাস্তা হচ্ছে, ১৭০ টা পঞ্চায়েতে নতুন রাস্তা তৈরি হচ্ছে। এছাড়াও ১২০০ কোটি টাকা খরচে জলের প্রকল্প হচ্ছে। ৪ দফতর মিলে ৫ হাজার কোটি টাকার কাজ করেছে পুরুলিয়ায়।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version