Thursday, November 13, 2025

কমিশনের দাবি মেনে পঞ্চায়েত ভোটে আরও ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র

Date:

আদালতের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোটে বকেয়া আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। প্রথমে আর বাহিনী পাঠানো সম্ভব নয় বলে জানালেও অবশেষে কমিশনের দাবি মানল স্বরাষ্ট্রমন্ত্রক, পঞ্চায়েত ভোটে রাজ্যে আরও ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

জানা গিয়েছে, মোট ৪৮৫ কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ ৭৩ কোম্পানি, বিএসএফ ১০০ কোম্পানি, সিআইএসএফ ৪০ কোম্পানি, আইটিবিপি ৩০ কোম্পানি, এসএসবি ৫০ কোম্পানি, আরপিএফ ৩০ কোম্পানি। অর্থাৎ মোট সিএপিএফ ৩২৩ কোম্পানি। এছাড়াও ভিন রাজ্য থেকে সশস্ত্র পুলিস আসছে ১৬২ কোম্পানি। অসম, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ছত্তিশগড়, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, কর্নাটক, গুজরাট, গোয়া, তামিলনাড়ু, চণ্ডীগড়, কেরালা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে আসছে সশস্ত্র বাহিনী।

এর আগে গত, শনিবার এডিজি আইন-শৃঙ্খলা, ডিজি ও মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ভোটে রাজ্য পুলিশ থাকবে ৬৫ হাজার। কলকাতা পুলিশ থাকবে ১৫ হাজার। অর্থাৎ মোট ৮০ হাজার বাহিনী দেবে রাজ্য। সেক্ষেত্রে রাজ্যের তরফে পঞ্চায়েত ভোটে থাকছে ৮০০ কোম্পানি। এখন নতুন করে কেন্দ্র আরও ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানোয়, ভোটে মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে ৮২২ কোম্পানি। সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটে মোট বাহিনীর সংখ্যা দাঁড়াতে চলেছে ১,৬২২ কোম্পানি। যদিও বুথ ও ভোট কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কমিশন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version