Sunday, August 24, 2025

দ্বিপাক্ষিক সম্পর্কে জোর! ব্রিটেন সফরে বাইডেন, রাজা তৃতীয় চার্লস-সুনকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা  

Date:

আগামী সপ্তাহেই ইংল্যান্ড (England) সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। হোয়াইট হাউসের (White House) তরফে বিবৃতি প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতেই বাইডেনের এই সফর বলে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই সফরে রাজ্যাভিষেকের পর এই প্রথমবার রাজা তৃতীয় চার্লসের (King Charles iii) সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) সঙ্গেও একান্ত আলাপচারিতায় বসার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। কয়েকদিন আগেই মার্কিন সফরে গিয়েছিলেন ঋষি সুনক। আর তারপর এবার ইংল্যান্ড সফরে মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, আগামী ৯ জুলাই ব্রিটেনে পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট।

এরপর আগামী ১০ জুলাই রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জো বাইডেন। কিন্তু সেই অনুষ্ঠানে বিশেষ কারণে আসতে পারেননি তিনি। তবে আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন অবশ্য সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাই রাজা হওয়ার পর এই প্রথমবার ব্রিটিশ সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করতে চলেছেন মার্কিন রাষ্ট্রপ্রধান। এদিকে রাজার সঙ্গে দেখা করার পরই ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনকের সঙ্গে বৈঠক করবেন বাইডেন।

চলতি বছরের শুরুর দিকেই হোয়াইট হাউসে বৈঠকে বসেন বাইডেন ও সুনক। সেই বৈঠকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা-অসুবিধা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। তবে ব্রিটেন সফরে দুই নেতার মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে তা নিয়ে এখনও স্পষ্ট নয়।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version