রাজ্যে আর ৫দিন পর অর্থাৎ ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elecion 2023)। তার আগে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করে দিল রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা তৈরির পর কলকাতা হাইকোর্টে জমা দিতে চলেছে। রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ৬১ হাজার বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা হল ১০হাজারেরও কম । রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার মাত্র ৮ শতাংশ, মুর্শিদাবাদে ১০ শতাংশ বুথ স্পর্শকাতর। জানা যাচ্ছে, স্পর্শকাতর বুথের পর ভিডিওগ্রাফি, সিসিটিভি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে চলেছে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন।
এখনও জেলা ভিত্তিক স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা রাজ্য কমিশনের কাছে আসেনি। এ বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারদের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। বাংলায় পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও রাজ্য নির্বাচন কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল আদালত।