Thursday, May 8, 2025

আগামী শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট। গণনা ১১ জুলাই, মঙ্গলবার। আর পঞ্চায়েত ভোট শেষ হলেই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। আগামী ১ আগস্ট থেকে ইভিএম পরীক্ষার কাজ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। রাজ্যে সম্ভাব্য বুথের সংখ্যা এবং কত সংখ্যক ইভিএম পরীক্ষা করতে হবে, তার প্রাথমিক একটি হিসেব ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানোর কাজ শুরু হয়েছে। পুজোর আগে ইভিএম পরীক্ষার কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, লোকসভা ভোটের জন্য জাতীয় নির্বাচন কমিশন জেলায় জেলায় যে তথ্য পাঠিয়েছে, সেখানে প্রাথমিকভাবে ৮০ হাজার ৯০৯টি বুথের কথা উল্লেখ করা হয়েছে। পৃথকভাবে পরীক্ষা করা হবে ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট। দেখা হবে ভিভিপ্যাটও। পরিসংখ্যান অনুযায়ী, ১ লক্ষ ৩৯ হাজার ৫৭টি ব্যালট ইউনিট পরীক্ষা করবেন আধিকারিকরা। ১ লক্ষ ১৪ হাজার ৯৯৪টি কন্ট্রোল ইউনিট ঠিক আছে কি না, খতিয়ে দেখা হবে। এছাড়া প্রায় দেড় লক্ষ ভিভিপ্যাট পরীক্ষা করা হবে। গোটা প্রক্রিয়া আগামী ৭ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।

উল্লেখ্য, গত বিধানসভা ভোট থেকে একটি বুথে ১৪৫০ জন করে ভোটারের নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। তার চেয়ে বেশি হলে ওই বুথ ভেঙে দ্বিতীয় বা অক্সিলারি বুথ গঠন করা হয়েছে। সেই ফর্মুলা মেনে প্রাথমিকভাবে যে হিসেব করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে ৭৯,৫০১টি বুথ রয়েছে। অক্সিলারি বুথের সংখ্যা ১৪০৮।

আরও পড়ুন:উত্তরবঙ্গ থেকে ট্রেনে শিয়ালদহে ফিরেই বাসন্তীর পথে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

 

 

 

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version