Saturday, August 23, 2025

পঞ্চায়েত ভোট মিটলেই লোকসভার প্রস্তুতি, শুরু হবে ইভিএম পরীক্ষাও

Date:

আগামী শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট। গণনা ১১ জুলাই, মঙ্গলবার। আর পঞ্চায়েত ভোট শেষ হলেই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। আগামী ১ আগস্ট থেকে ইভিএম পরীক্ষার কাজ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। রাজ্যে সম্ভাব্য বুথের সংখ্যা এবং কত সংখ্যক ইভিএম পরীক্ষা করতে হবে, তার প্রাথমিক একটি হিসেব ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানোর কাজ শুরু হয়েছে। পুজোর আগে ইভিএম পরীক্ষার কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, লোকসভা ভোটের জন্য জাতীয় নির্বাচন কমিশন জেলায় জেলায় যে তথ্য পাঠিয়েছে, সেখানে প্রাথমিকভাবে ৮০ হাজার ৯০৯টি বুথের কথা উল্লেখ করা হয়েছে। পৃথকভাবে পরীক্ষা করা হবে ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট। দেখা হবে ভিভিপ্যাটও। পরিসংখ্যান অনুযায়ী, ১ লক্ষ ৩৯ হাজার ৫৭টি ব্যালট ইউনিট পরীক্ষা করবেন আধিকারিকরা। ১ লক্ষ ১৪ হাজার ৯৯৪টি কন্ট্রোল ইউনিট ঠিক আছে কি না, খতিয়ে দেখা হবে। এছাড়া প্রায় দেড় লক্ষ ভিভিপ্যাট পরীক্ষা করা হবে। গোটা প্রক্রিয়া আগামী ৭ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।

উল্লেখ্য, গত বিধানসভা ভোট থেকে একটি বুথে ১৪৫০ জন করে ভোটারের নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। তার চেয়ে বেশি হলে ওই বুথ ভেঙে দ্বিতীয় বা অক্সিলারি বুথ গঠন করা হয়েছে। সেই ফর্মুলা মেনে প্রাথমিকভাবে যে হিসেব করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে ৭৯,৫০১টি বুথ রয়েছে। অক্সিলারি বুথের সংখ্যা ১৪০৮।

আরও পড়ুন:উত্তরবঙ্গ থেকে ট্রেনে শিয়ালদহে ফিরেই বাসন্তীর পথে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

 

 

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version