Friday, November 14, 2025

৪০০ কর্মী ছাঁটাই দিল্লির উপরাজ্যপালের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি কেজরির

Date:

ফের দিল্লি সরকারের(Delhi Govt) সঙ্গে উপরাজ্যপালের সংঘাত চরম আকার নিল। দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনার ফরমানে চাকরি গেল ৪০০ জনের। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। এহেন পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

 

সম্প্রতি দিল্লি সরকারের বিভিন্ন কাজে নিযুক্ত প্রায় ৪০০ চুক্তিভিত্তিক কর্মীর চাকরি কেড়ে নিয়েছেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। তাঁর অভিযোগ, উক্ত ব্যক্তিরা কী কাজে নিযুক্ত ছিলেন তা স্পষ্ট নয়। তাঁদের নিয়োগ নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। ফলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। উপরাজ্যপালের এহেন পদক্ষেপের পর সোমবার এই বিষয়ে বিবৃতি জারি করে আম আদমি পার্টির সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবে সরকার। উপরাজ্যপালকে তোপ দেগে আর জানানো হয়, দিল্লিকে ধ্বংস করতে মরিয়া উপরাজ্যপাল। শুধুমাত্র দিল্লি সরকারের সঙ্গে কাজ করার জন্যই আজ এই প্রতিভাবান ৪০০ জনকে চাকরি খোয়াতে হল।

উল্লেখ্য, দিল্লির আম আদমি পার্টির সরকার ও উপরাজ্যপালের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে প্রশাসনিক ক্ষমতা ও আমলাতন্ত্রের রাশ কার হাতে থাকবে তাই নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে মাস তিনেক আগে সেই অধিকার বর্তেছিল দিল্লি সরকাররের হাতেই। পাল্টা গত মে মাসে সেই রায় বাতিল করে নতুন অধ্যাদেশ আনে মোদি সরকার। যে অধ্যাদেশ অনুযায়ী আমলা বদলির ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা থাকবে লেফটেন্যান্ট গভর্নরের হাতে। তবে সংসদে কেন্দ্রের এই বিল রুখে দিতে মরিয়া আম আদমি পার্টি।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version