Saturday, May 3, 2025

মোহনবাগানে মার্টিনেজ ম‍্যানিয়া, সবুজ-মেরুন ভালোবাসায় আপ্লুত দিবু

Date:

Share post:

মার্টিনেজ ম‍্যানিয়া শহর কলকাতা। গতকাল বিকেলে শহরে এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার নিজেকে বিশ্রামে রাখলেও, মঙ্গলবার ঠাসা সূচি এমি। সকালে মিলনমেলা থেকে বিকেলে মোহনবাগান। এক কথায় শহরবাসীকে মাত করলেন লিওনেল মেসির সতীর্থ।

কলকাতায় পা রেখেই শহরের আবেগ বুঝতে পেরেছিলেন আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মঙ্গলবার মোহনবাগানে এলেন, তবে নির্ধারিত সময়ের খানিক পরে। ক্লাবে এলেন পেলে-মারাদোনা-সোর্বাস গেট উদ্বোধন করলেন। সমর্থকদের চাপে নাজেহাল হতে হলেও, মুখে হাসি নিয়েই শহর কলকাতা চষে বেড়ালেন লিওনেল মেসির সতীর্থ। মেসি কি আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা পরের বিশ্বকাপেও খেলবেন? মোহনবাগান মাঠে দাঁড়িয়ে সেই প্রশ্নের উত্তরই দিলেন দিবু।

 

বয়সের কারণে মনে করা হয়েছিল, কাতার বিশ্বকাপ খেলেই হয়ত অবসর নেবেন লিওনেল মেসি। তবে সেটা যে শুধুই জল্পনা ছিল, তার প্রমাণ রোজই দিচ্ছেন এলএম টেন। সম্প্রতি আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া বা দেশের জার্সিতে খেলা চালিয়ে যাওয়া অন্তত তাই বলছে। তবে মেসি যদি হঠাৎ অবসর নিয়ে নেন তাতেও সমস্যা হবে না আর্জেন্টিনার। মনে করেন মার্টিনেজ। মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে দিবু বলেন, “পরের বিশ্বকাপে মেসি না খেললেও সমস্যা হবে না, আমাদের দলে অনেক ভালো ফুটবলার আছে রয়েছে। আমাদের আর্জেন্তিনার সবাই বাঘ। ”

কীভাবে বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে অতটা মাথা ঠান্ডা রেখে একের পর এক শট সেভ করলেন মার্টিনেজ? আর্জেন্তিনার বিশ্বকাপ জেতা গোলরক্ষক বলেন, “কোপা আমেরিকাতেও একই কাজ করেছি। তবে অনুশীলনে মেসির শট বাঁচানোর পরেই মনে হয়েছিল, মেসির শট আটকাতে পারলে যে কোনও ফুটবলরের স্পট কিক বাঁচিয়ে দিতে পারি। আর সেটাই আত্মবিশ্বাস জুগিয়েছে।”

এদিকে এদিন নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পরে মোহনবাগান মাঠে ঢুকলেও, সমর্থকরা অপেক্ষায় ছিলেন। গোটা গ্যালারি ভরে গিয়েছিল মার্টিনেজকে দেখার জন্য। সবুজ-মেরুন জার্সিটা পরে তিনি যখন ঢুকলেন তখন ‘দিবু দিবু’ চিৎকারে কান পাতা দায়। আর্জেন্তিনার দিবু তখন যেন কলকাতার মানুষ। একে একে ঘুরে দেখলেন ক্লাব। লাইব্রেরি। সঙ্গী বাগান সচিব দেবাশিস দত্ত।এরপর ঢুকলেন মাঠে। হুডখোলা জিপে ঘুরলেন গোটা মাঠ। দর্শকদের জন্য ছুড়লেন বল। মোহনবাগান গ্যালারিতে তখন সবুজ মেরুনের সঙ্গে মিলে মিশে  গেল নীল সাদাও। মাইক হাতে বললেন, ‘জয় মোহনবাগান।’ আনন্দে ফেটে পড়ল গোটা গ্যালারি। দিবু যে কলকাতার প্রেমে পড়েছেন তা বোঝা গেল তখনই। জানিয়ে দিলেন, ‘ আবার আসবেন। খুব ভালো লেগেছে।” এই শহর বারে বারে বরণ করে নিয়েছে সেরা ফুটবলারদের। মেসির ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচ কলকাতাতেই। পেলেও এসেছেন দুইবার। খেলেওছেন মোহনবাগানের বিরুদ্ধে। আর এবার শহরের ফুটবল প্রেমে মজলেন মার্টিনেজও।

আরও পড়ুন:মার্টিনেজের হাতে মিষ্টি ‘সোনার’ গ্লাভস, গর্বিত হুগলিবাসী

 

 

 

spot_img

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...