সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত। এদিন ফাইনালে টাইব্রেকারে কুয়েতকে হারাল ৪-৫ গোলে। টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স ভারত গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর। আর জয়ের পরই ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইটার মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ” ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার জন্য। ফাইনালে কুয়েতকে হারিয়েছে দল। এই নিয়ে ৯ বার এই টুর্নামেন্ট জয়ের রেকর্ড তৈরি করল টিম ইন্ডিয়া। অনেক অভিনন্দন আমাদের খেলোয়াড়দের।”
Congratulations to the Indian Football Team for winning SAFF Championship title, 2023, thus creating a record of winning this for 9 times defeating Kuwait today!
Kudos to our triumphant players !— Mamata Banerjee (@MamataOfficial) July 4, 2023
ম্যাচে এদিন শুরুটা ভালো করলেও, ম্যাচের ১৫ মিনিটে গোল খেয়ে যায় ইগর স্টিম্যাচের দল। ম্যাচের ৩৮ মিনিটে সমতা ফেরায় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সমতায় ফেরান লালিয়ানজুয়ালা ছাঙতে। এরপর নির্ধারিত সময় পযর্ন্ত ফলাফল না আসায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। তবে শেষমেশ এক্সট্রা টাইমেও ম্যাচের ফলাফল থাকে ১-১। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ৪-৫ গোলে ম্যাচ জেতে ভারতীয় দল।

আরও পড়ুন:সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত, টাইব্রেকারে কুয়েতকে হারাল ৪-৫ গোলে
