নন্দীগ্রামে শেষলগ্নের প্রচারে ঝড় তুললেন কুণাল

বুধবার প্রচারের শেষলগ্নে নন্দীগ্রামে ঝড় তুললেন কুণাল ঘোষ। নন্দীগ্রাম-১ ও ২ নম্বর ব্লকে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন। প্রতিটি সভায় ভিড় উপচে পড়েছিল

পঞ্চায়েত ভোটের অনেক আগে থেকে পূর্ব মেদিনীপুর তথা নন্দীগ্রামের বিশেষ দায়িত্বে আছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। দিনের পর দিন এলাকায় পড়ে থেকে তিলে তিলে গড়ে তুলেছেন সংগঠন। পঞ্চায়েত ভোটের আগে এককাট্টা তৃণমূল।

আজ, বুধবার প্রচারের শেষলগ্নে নন্দীগ্রামে ঝড় তুললেন কুণাল ঘোষ। নন্দীগ্রাম-১ ও ২ নম্বর ব্লকে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন। প্রতিটি সভায় ভিড় উপচে পড়েছিল। এদিন কুণালের সভায় হাজির ছিলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। প্রচারের আগে দলীয় কার্যালয়ে কুণাল ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচনে জোর করে নাক গলাতে গিয়ে হাইকোর্টে মুখ পু.ড়ল কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের