Thursday, August 28, 2025

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স.হবাস, নওশাদের বিরুদ্ধে থানায় ধ.র্ষণের অভিযোগ তরুণীর

Date:

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। এক তরুণীর এমন চাঞ্চল্যকর দাবির ভিত্তিতে নিউটাউন থানায় অভিযোগ দায়ের। আজ, বুধবার দুপুরে নিউটাউন থানায় গিয়ে ওই তরুণী লিখিত অভিযোগ করেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে নওশাদ সিদ্দিকি তাঁর সঙ্গে সহবাস করেছেন,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে।

এদিন নির্যাতিতা মহিলাকে নিউটাউন থানায় নিয়ে যান তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তিনি জানান, নির্যাতিতা মহিলা বিচার চেয়ে গোটা বিষয়টি তাঁদেরকে জানান। এরপর আইনের সাহায্য পেতে পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুপুরে নিজের ভাইকে নিয়ে সব্যসাচী দত্তের সঙ্গেই নিউটাউন থানায় আসেন ওই তরুণী। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

অভিযোগকারিণী তাঁর বয়ানে জানিয়েছেন, তিনি নানা ধরনের সামাজিক কাজে যুক্ত, সেই সঙ্গে তিনি একটি রাজনৈতিক দলেরও সক্রিয় কর্মী। বছর দুয়েক আগে ফুরফুরা শরিফে তাঁর সঙ্গে নওশাদের পরিচয় হয়। ভদ্র ও অমায়িক ব্যবহার দিয়ে নওশাদ ধীরে ধীরে তাঁর বিশ্বাস ও ভরসা অর্জন করেন। তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে। কিন্তু নওশাদের আসল চেহারাটা তিনি বুঝতে পারেননি।

তাঁর আরও অভিযোগ, বছর দেড়েক কাজের সূত্রে তিনি কলকাতায় আসেন। সে কথা বলার পর নওশাদ ওই মহিলাকে কলকাতার বউবাজার স্ট্রিটে তাঁর অফিসে আসতে বলেন। সেখানে যাওয়ার পর নওশাদের সঙ্গে তাঁর সাধারণ কথাবার্তা শুরু হয়। এরপর হঠাৎই নওশাদের কুৎসিত রূপ বেরিয়ে আসে। অভিযোগ, একা পেয়ে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন আইএসএফ বিধায়ক। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেও নওশাদকে নিরস্ত করতে পারেননি। গোটা ঘটনা জানিয়ে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সুবিচারের পাশাপাশি নওশাদের কড়া শাস্তির দাবি করেছেন তিনি।

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version