Friday, November 14, 2025

শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে গেছে। এর মাঝে আবার নির্বাচন (Panchayet Election) নিয়ে নতুন করে জটিলতা তৈরি হল। কেন্দ্রীয় বাহিনী (Central force) আর দফার হিসাব না মেলায়, সামনে আসছে দফা বাড়ানোর দাবি। মঙ্গলবার হাই কোর্টে (Calcutta High Court) নির্বাচনের দফা বাড়ানোর মূল মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। কারণ গতকাল দুপুর সাড়ে ৩টে পর্যন্ত অন্য মামলার শুনানিতে ব্যস্ত ছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chaudhary)দায়ের করা ওই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।

কলকাতা হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েত ভোটে রাজ্যে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাদের মধ্যে সরাসরি ভোটের কাজে ব্যবহার করা যাবে ৬৫ হাজার কেন্দ্রীয় জওয়ান এবং অফিসারকে। তাহলে কেন্দ্রীয় বাহিনীর ৬৫ হাজার জওয়ান এবং রাজ্য পুলিশের ৭০ হাজার কর্মীকে সমান অনুপাতে ব্যবহার করতে হবে কমিশনকে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কার্যপ্রণালী নিয়ম অনুযায়ী আবার যে কোনও জায়গায় ৪ জনের কম জওয়ান মোতায়েন করা যায় না। তাহলে অঙ্ক বলছে, রাজ্যের ৪৪ হাজার ৩৮২টি ভোটকেন্দ্রের ৬৩ হাজার ২৮৩ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে না। সেক্ষেত্রে প্রতি ভোটকেন্দ্রেও ৪ জওয়ান মোতায়েন কার্যত অসম্ভব। এই আবহে পঞ্চায়েত ভোটের দিন তারিখ আগে ফের জোরালো হচ্ছে দফা বাড়ানোর দাবি। আজই শুনানি।

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version