Thursday, August 28, 2025

শরদকে পিছন থেকে ছু.রি মা.রছেন অজিত, ‘বাহুবলি’ ছকে ‘গ.দ্দার’ পোস্টার এনসিপি’র

Date:

এনসিপিতে ভাঙন ধরিয়ে এনডিএতে গিয়েছেন অজিত পাওয়ার। উপমুখ্যমন্ত্রী পদও নিয়েছেন তিনি। এবার শিন্ডে বিজেপি সরকারকে চাপে ফেলে পাওয়ার জানিয়েছেন মুখ্যমন্ত্রী হতে চান তিনি। এহেন পরিস্থিতির মাঝে অজিতকে ‘গদ্দার’ চিহ্নিত করে তোপ দেগে পোস্টার প্রকাশ্যে আনলো এনসিপি। যেখানে শরদ পাওয়ারকে দেখানো হলো ‘বাহুবলী’ হিসেবে, অন্যদিকে ‘কাটাপ্পা’র চরিত্র হিসেবে দেখানো হয়েছে অজিত পাওয়ারকে।

বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত এনসিপির দপ্তরের সামনে ‘রাষ্ট্রবাদী বিদ্যার্থী কংগ্রেস’ পোস্টারটি টাঙিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ‘বাহুবলী’ (Baahubali) ছবির সেই বিখ্যাত দৃশ্য, যেখানে বাহুবলীকে পিছন থেকে তরোয়াল মারতে দেখা যাচ্ছে কাটাপ্পাকে। সেই সঙ্গে সেখানে লেখা রয়েছে ‘গদ্দার’। যা থেকে পরিষ্কার কাকা শরদ পওয়ারকে পিছন থেকে আঘাত করেছেন ভাইপো অজিত, এমনই ইঙ্গিত করা হয়েছে ওই পোস্টারে। ওই ছবির পাশাপাশি পোস্টারে লেখাও রয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘গোটা দেশ দেখছে, আপনজনের মধ্যেই লুকিয়ে থাকা প্রতারককে, জনতা ক্ষমা করবে না এমন জালিয়াতকে।’

অন্যদিকে মহারাষ্ট্রে টালমাটাল পরিস্থিতির মাঝে অজিতের মুখ্যমন্ত্রী হওয়ার দাবি রীতিমত চাপে ফেলেছে শিবসেনার বিক্ষুব্ধ গোষ্ঠী একনাথ শিণ্ডেকে। পাশাপাশি, বৃহস্পতিবার দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে আয়োজিত হয়েছিল এক গুরুত্বপূর্ণ বৈঠক। এরপরই ভাইপো অজিতকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করেন শরদ। কেবল অজিতই নয়, তাঁর সঙ্গে এনডিএ-তে যোগ দেওয়া ৯ বিধায়ককেও সরিয়ে দেওয়া হয়েছে দল থেকে। এদিকে এদিনের দলীয় বৈঠকের পর বর্ষীয়ান নেতার সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী।

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version