Saturday, November 15, 2025

পঞ্চায়েত ভোটের দিন অতিসক্রিয়তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Anand Bose)। শনিবার, সকালে রাস্তায় বেরিয়ে পড়েন আনন্দ বোস। প্রথমে তিনি যান উত্তর চব্বিশ পরগনার (North 24 Parganas) কদম্বগাছিতে। সেখান থেকে নদিয়া (Nadia), বসিরহাট যাওয়ার কথা রাজ্যপালের।

মনোনয়ন জমার পর থেকেই বিভিন্ন জায়গায় ঘুরছেন রাজ্যপাল। এই নিয়ে শাসকদলের প্রবল সমালোচনার মুখে পড়তে হয় আনন্দ বোসকে। বিরোধীদের হয়ে ভোট প্রচারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এমনকী, রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন TMC নেতৃত্ব। এই পরিস্থিতি ভোটের দিনেও সকালে রাস্তায় বেরিয়ে পড়েন সিভি আনন্দ বোস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘‘ভোটে ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়।‘‘

এর পরেই রাজ্যপালের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তোলে শাসকদল। তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee) বলেন, ‘‘রাজ্যপাল প্রথম দিন থেকেই প্ররোচনা দিচ্ছেন। রাজ্যপাল একজন খাঁচায় বন্দি তোতা। আসলে তিনি একটা দলের কথায় চলছেন। সরকারকে নিষ্ক্রিয় করতে চাইছেন। আমরা তো সব নির্দেশ মানছি। দলকে বলব কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে।’’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তীব্র আক্রমণ করে বলেন, উনি বিজেপির এজেন্ট। তাদের হয়ে দালালি করছেন। তবে, আনন্দ বোস এও বলেন, ’’আজ কাউকে দোষারোপ করার দিন নয়। আজ ভোট দেওয়ার মাধ্যমে নিজের গণতান্ত্রিক অধিকার অনুশীলন করার দিন।’’

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version