Wednesday, August 27, 2025

পঞ্চায়েত ভোটের দিন অতিসক্রিয়তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Anand Bose)। শনিবার, সকালে রাস্তায় বেরিয়ে পড়েন আনন্দ বোস। প্রথমে তিনি যান উত্তর চব্বিশ পরগনার (North 24 Parganas) কদম্বগাছিতে। সেখান থেকে নদিয়া (Nadia), বসিরহাট যাওয়ার কথা রাজ্যপালের।

মনোনয়ন জমার পর থেকেই বিভিন্ন জায়গায় ঘুরছেন রাজ্যপাল। এই নিয়ে শাসকদলের প্রবল সমালোচনার মুখে পড়তে হয় আনন্দ বোসকে। বিরোধীদের হয়ে ভোট প্রচারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এমনকী, রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন TMC নেতৃত্ব। এই পরিস্থিতি ভোটের দিনেও সকালে রাস্তায় বেরিয়ে পড়েন সিভি আনন্দ বোস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘‘ভোটে ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়।‘‘

এর পরেই রাজ্যপালের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তোলে শাসকদল। তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee) বলেন, ‘‘রাজ্যপাল প্রথম দিন থেকেই প্ররোচনা দিচ্ছেন। রাজ্যপাল একজন খাঁচায় বন্দি তোতা। আসলে তিনি একটা দলের কথায় চলছেন। সরকারকে নিষ্ক্রিয় করতে চাইছেন। আমরা তো সব নির্দেশ মানছি। দলকে বলব কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে।’’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তীব্র আক্রমণ করে বলেন, উনি বিজেপির এজেন্ট। তাদের হয়ে দালালি করছেন। তবে, আনন্দ বোস এও বলেন, ’’আজ কাউকে দোষারোপ করার দিন নয়। আজ ভোট দেওয়ার মাধ্যমে নিজের গণতান্ত্রিক অধিকার অনুশীলন করার দিন।’’

 

 

Related articles

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...
Exit mobile version