মরশুমের প্রথম ডার্বি নিয়ে জট, দিন বদলের আবেদন বাগানের : সূত্র

এদিকে জানা যাচ্ছে, ডুরান্ড কাপের উব্দোধন হবে কলকাতায়। ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে ফুটবলের মক্কায়।

৩ আগস্ট শুরু হওয়ার কথা ডুরান্ড কাপ। সেই মত ইতিমধ্যে প্রতিটি দলকে খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে কতৃপক্ষ। সেইমত ডুরান্ড কাপে মরশুমে প্রথম ডার্বি হওয়ার কথা ১২ আগস্ট। আর এখানেই দেখা দিয়েছে সমস্যা। সূত্রের খবর, ডার্বির দিন বদলের আবেদন জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস।

জানা যাচ্ছে, ১৬ আগস্ট এএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। ১২ আগস্ট ডুরান্ড কাপে ডার্বি খেলার পর, প্রস্তুতি নেওয়ার সময় পাবে না মোহনবাগান। সেই জন্যই তারা ডার্বির দিন নিয়ে আপত্তি করেছে। সূত্রের খবর, মোহনবাগান জানিয়েছে ডার্বিতে তারা মূল দল নিয়েই নামবে। আবার এএফসি কাপেও মূল দলই খেলবে। গতবছর আইএসএল ফাইনাল ম্যাচ জেতার পর, এএফসি কাপেও ভালো খেলার প্রতিশ্রুতি জানিয়েছিলেন মোহনবাগান কর্তারা। সেই জন্যই এই মরশুমে, এএফসি কাপকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন সবুজ-মেরুন কর্তারা। সেই জন্যই ডুরান্ড কাপে ডার্বির দিন পরিবর্তনের আবেদন জানিয়েছে সবুজ-মেরুন।

এদিকে জানা যাচ্ছে, ডুরান্ড কাপের উব্দোধন হবে কলকাতায়। ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে ফুটবলের মক্কায়। তবে ডার্বি কোথায় হবে, সেটা এখনও জাননো যায়নি। গুয়াহাটি, কোকরাঝাড়, শিলংয়েও অনুষ্ঠিত হবে ডুরান্ড কাপের ম্যাচ। ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিংও প্রতি বছরের মতো এই বছরেও অংশ নেবে ডুরান্ড কাপে। শুধু বাংলার তিন বড় ক্লাব নয়, ডুরান্ড কাপ খেলবে বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়ান এফসি, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, এফসি গোয়া, গোকুলাম কেরল এফসি, রাজস্থান ইউনাইটেড, শিলং লাজং, দিল্লি এফসি, বোড়োল্যান্ড এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম। এছাড়াও রয়েছে বাংলাদেশ সার্ভিসেস, ভুটান সার্ভিসেস এবং নেপাল সার্ভিসেস। মোট ২৪টি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের ডুরান্ড কাপ।

এদিকে ১৫ আগস্ট এএফসি কাপের ম্যাচে খেলার কথা ছিল মোহনবাগানের। তবে স্বাধীনতা দিবসের দিনে ম্যাচ খেলার ব্যাপারে আপত্তি তুলেছিল সবুজ-মেরুন। আর সেইমত মোহনবাগানের এএফসি কাপের ম্যাচ একদিন পিছোতে চলেছে। ১৫ আগস্টের বদলে সম্ভবত ১৬ আগস্ট হবে এএফসি কাপের ম্যাচ। আর তার আগেই হতে পারে ডার্বি।

আরও পড়ুন:নিজের জন্মদিন অন‍্যভাবে পালন মাহির, মন কেড়েছে নেটিজেনদের

 

Previous articleযাত্রীদের জন্য সুখবর! ভাড়া কমছে বন্দে ভারত-সহ সমস্ত এগ্‌জিকিউটিভ ক্লাস ট্রেনের
Next articleডিভোর্স করলেন পপ তারকা রিকি মার্টিন!