সকাল থেকেই বিরোধী সন্ত্রাসের উত্তপ্ত রাজ্যের পঞ্চায়েত ভোট। কখনও ভোট বন্ধ করে দেওয়া তো, কখনও মারামারি হানাহানি-হিংসা-অশান্তি। কিন্তু তারও মাঝে আরেক নাক্কারজনক ঘটনা ঘটালেন এক বিজেপি প্রার্থী। গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবকে করলেন কলঙ্কিত।

ওই বিজেপি প্রার্থী নির্লজ্জভাবে কোচবিহারের দিনহাটায় ব্যালট বাক্সে জল ঢেলে দিচ্ছেন, আর কেন্দ্রীয় বাহিনী তাঁকে সুবিধা করে দিতে না দেখার ভান করলেন। তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হল, “এটাকেই কি তারা ‘সুষ্ঠু নির্বাচন’ বলে?”