Wednesday, January 14, 2026

পঞ্চায়েতের আবহে শুরু রাজ্যসভার প্রস্তুতি! রবিবারই বিধায়কদের বিধানসভায় তলব তৃণমূলের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আবহে এবার রাজ্যসভা নির্বাচনের (Rajya Sabha) প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস (TMC)। পঞ্চায়েত ভোটের পরদিন অর্থাৎ ৯ জুলাই রবিবার তৃণমূল কংগ্রেসের সব বিধায়কদের (MLA) বিধানসভায় (Assembly) তলব করা হয়েছে। কারণ আগামী ১৮ অগাস্ট পশ্চিমবঙ্গের ৬টি আসনে রাজ্যসভার নির্বাচন। আগামী ১২ জুলাই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন শাসকদলের প্রার্থীরা।

আগামিকাল, রবিবারই তৃণমূল পরিষদীয় দলের তরফে সকল বিধায়ককেই উপস্থিত থাকার কথা বলা হয়েছে। কিন্তু ১২ জুলাই মনোনয়ন জমা দিতে বলা হলেও কেন আগামিকাল সব তৃণমূল বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে? জানানো হয়েছে, রাজ্যসভা প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করতে হবে এই কারণে। আগামিকাল বিধানসভায় থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। কিন্তু শনিবার পঞ্চায়েত ভোট হওয়ার জন্য রবিবার হয়তো সব বিধায়ক কলকাতায় পৌঁছাতে পারবেন না। সেক্ষেত্রে যাঁরা ৯ জুলাই বিধানসভায় যেতে পারবেন না, তাঁদের ১২ জুলাই সকালে যেতে বলা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনের আবারও মনোনয়ন নিশ্চিত। তবে শান্তা ছেত্রী-সুস্মিতা দেব থাকবেন কিনা পরে জানা যাবে।

১৮ অগাস্ট গোয়ার লুইজিনহো ফেলেরিওর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনও হওয়ার কথা। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। ৯ জুলাই প্রার্থী চূড়ান্ত হতে পারে। জানা যাচ্ছে বিজেপি মনোনয়নপত্র জমা দেবে ১০ অথবা ১১জুলাই। ৭টি আসনের মধ্যে বিজেপির নিশ্চিত আসন হল একটি।

 

 

spot_img

Related articles

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে...

কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...