Wednesday, May 7, 2025

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তপ্ত ছিল পুরুলিয়া। বিরোধীরা ইচ্ছাকৃতভাবে নানা জায়গায় ঝামেলা সৃষ্টি করেছে । যার জেরে রাজ্যজুড়ে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চাকুলিয়ায় একজন সাধারণ ভোটারের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:অক্ষমের অ.স্ত্র ‘লাথি’! নির্বাচনে ভরাডুবির বুঝে কমিশনের গেটে তালা শুভেন্দুর
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য তথা নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধীদের কম অশান্তি হয়নি, যার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। কিন্তু ভোটের দিন সাধারণ ভোটার থেকে শুরু করে বিরোধীদলের নেতাদের অনেকেরই প্রশ্ন, কোথায় কেন্দ্রীয় বাহিনী? তাদের তো দেখাই পাওয়া যায়নি ঠিক করে। এমনকী, বাহিনীর সামনে ভোট লুট, ব্যালট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ভুরি ভুরি। কিন্তু কার্যত নিষ্ক্রয় কেন্দ্রীয় বাহিনীর হাতেই চাকুলিয়া বিধানসভার অন্তর্গত গোয়ালপুকুর থানা এলাকার এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
মৃত যুবকের নাম মোঃ হাসিবুল। জেলা নির্বাচন দফতর সূত্রের খবর, শনিবার বিকেলে গোয়ালপোখর থানার অন্তর্গত ঢুমাগরের ২৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন হাসিবুল। সেই সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তা রক্ষার স্বার্থে পরিস্থিতি আয়ত্তে আনতে কয়েক রাউন্ড গুলি চালায়। সেই গুলিতে মৃত্যু হয় হাসিবুলের।

হাসিবুলের কাঁধে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে প্রাথমিকভাবে কিশানগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাড়ির লোকজন তাঁকে বিহারের পূর্ণিয়াতে নিয়ে গেছে চিকিৎসার জন্য।
প্রসঙ্গত , এর আগেও রাজ্যের বিধানসভা ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ঝরল রক্ত।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version