Saturday, August 23, 2025

আইএসএল ছেড়ে রোনাল্ডোদের লিগে নাম লেখাতে চলেছেন সাহাল আব্দুল সামাদ : সূত্র

Date:

Share post:

আইএসএল ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের লিগে নাম লেখাতে চলেছেন ভারতীয় তারকা ফুটবলার সাহাল আব্দুল সামাদ? জল্পনা সেদিকেই। সূত্ররে খবর, সৌদি প্রো লিগে খেলতে যাচ্ছেন সাহাল আব্দুল সামাদ। সৌদি প্রফেশনাল লিগে এর আগে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভারতীয় দলের ফুটবলারকে কি এবার পর্তুগাল তারকার বিরুদ্ধে খেলতে দেখা যবে? জল্পনা সেদিকেই। যদিও সূত্রের খবর, মোহনবাগানের সঙ্গে প্রবল লড়াই চলছে সৌদির ক্লাবের। যদিও সূত্রের খবর, সাহালকে পেতে মোহনবাগানের সঙ্গে প্রবল লড়াই চলছে সৌদির ক্লাবের।

সৌদি লিগ এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ হয়ে উঠেছে। একের পর এক তারকা ফুটবলার সই করছেন পশ্চিম এশিয়ার এই দেশের লিগে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগে থেকেই গোটা বিশ্বের তারকাদের সই করিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশের বিভিন্ন ক্লাব। তবে রোনাল্ডো আল নাসেরে সই করার পর থেকে ইউরোপে খেলা আরও বেশকিছু ফুটবলার সই করছেন সৌদি লিগে। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতিমধ্যেই সই করেন করিম বেঞ্জিমা। এই লিগে খেলছেন, রুবেন নাভাস, রবার্তো ফিরমিনহো, সাদিও মানে, জোটাদের মত সুপারস্টারেরা। আর এবার সেই পথে হাঁটতে চলেছেন সাহাল, এমনটাই সূত্রের খবর।

সাহালকে দলে নিতে আগেই ঝাঁপিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সাহালকে পাওয়ার জন্য আরেক তারকা ফুটবলার লিস্টন কোলাসোকেও ছেড়ে দিতে রাজি ছিল সবুজ-মেরুন। সোয়াপ ডিলে হলেও ইগর স্টিম্যাচের প্রিয় ছাত্রকে চাইছিল মোহনবাগান। তবে এখনও অবধি যা খবর, কেরালা ব্লাস্টার্সের এই তারকাকে দলে নিতে পারছে না মোহনবাগান। তবে শুধু মোহনবাগান নয়, ইস্টবেঙ্গলও সাহালকে পেতে ঝাঁপিয়েছিল।

আরব আমিরশাহির আল ইত্তিহাদ অ্যাকাডেমি থেকে উত্থান সাহালের। বাবা-মা দুজনেই থাকতেন আরবে। তবে আরব থেকে ফুটবলের প্রাথমিক পাঠ শেষ করেই কেরলে ফিরে আসেন সাহাল।দারুণ ফুটবল খেলে জায়গা করে নেন সন্তোষ ট্রফিতে। আর সন্তোষে ভালো পারফর্ম করার পর, কেরালা ব্লাস্টার্স তাঁকে রিজার্ভ দলের জন্য সই করিয়ে নেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই মিডফিল্ডারকে। সুযোগ পেয়েছেন ভারতীয় ফুটবল দলে। প্রতিভার জোরে জায়গা করে নিয়েছেন কেরালা ব্লাস্টার্সের সিনিয়র দলেও।

ইভান ভুকুমানোভিচ-এর দলে এখন নির্ভরযোগ্য অস্ত্র হয়ে উঠেছেন সাহাল। মূলত আক্রমণাত্মক মিডফিল্ডার হলেও সেকেন্ড স্ট্রাইকার এমনকি উইং ধরেও আক্রমণ শানাতে পারেন সাহাল। রয়েছে গোল করার দারুণ দক্ষতাও। এমন একজন ইউটিলিটি ফুটবলার যে কোনও দলেরই সম্পদ। তাই সাহালের মত ফুটবলারকে পাওয়ার জন্য যে কোনও দলই যে মুখিয়ে থাকবে, সেটাই স্বাভাবিক। তবে সৌদি লিগের কোন ক্লাবের পক্ষ থেকে সাহালকে প্রস্তাব দেওয়া হয়েছে তা যদিও এখনও জানা যায়নি।

আরও পড়ুন:মোহনবাগানে সই করে কী বললেন আনোয়ার?

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...