Wednesday, December 3, 2025

সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুনর্নির্বাচন

Date:

Share post:

সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুর্ননির্বাচন পর্ব। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৫ শতাংশ। তবে বিকেল পাঁচটার পরে একাধিক বুথের বাইরে ভোটাদাতাদের লম্বা লাইন থাকায় ভোটদানের হার বাড়তে পারে বলে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন।

গত শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন বিভিন্ন জেলায় হিংসাত্মক কিছু ঘটনার খবর পাওয়া গিয়েছিল। কোথাও ভোটে ছাপ্পা দেওয়া, আবার কোথাও ব্যালট বাক্স লুঠ করার অভিযোগ উঠেছিল। কোথাও আবার ভোট প্রক্রিয়াকে বানচাল করতে ক্ষমতার পালাবদলের পরে গণপটিটুনির ভয়ে বাড়িতে সেঁধিয়ে যাওয়া হার্মাদরা নখদাঁত বের করে বল্গাহীন সন্ত্রাস চালিয়ে রাজ্য প্রশাসনকে বদনাম করার খেলায় মেতে উঠেছিল।

গতকাল রবিবারই ভোটের দিন অনিয়মের অভিযোগ ওঠায় রাজ্যের ১৯ জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। শনিবারের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রতি বুথে রাজ্যের সশস্ত্র পুলিশ রাখার পাশাপাশি চার জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখারও নির্দেশ দেয়। এদিন সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিরোধী শিবির এবং সংবাদমাধ্যমের একাংশ হিংসার আজগুবি ছড়িয়ে ভোটারদের ভীত-সন্ত্রস্ত করার চেষ্টা করেছিল। যদিও তাতে লাভ হয়নি। সকাল থেকেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথে-বুথে হাজির হয়েছিলেন ভোটাররা। বেশ কয়েকটি জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা চালিয়েছিল দুষ্কৃতীদের একাংশ। কিন্তু পুলিশ ও কেন্দ্রীয বাহিনীর ত‍ৎপরতায় সফল হতে পারেনি।

আরও পড়ুন- রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ভূমিপুত্র প্রকাশ-সামিরুল, জানেন এদের পরিচয়?

spot_img

Related articles

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...

SIR প্রক্রিয়া চলাকালীন ‘হেল্প ক্যাম্প’: কীভাবে সাহায্য পাবেন, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যে প্রাণ গিয়েছে ৩৯ জন মানুষের। এখনও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।...