Sunday, August 24, 2025

অশান্ত মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষণে যাচ্ছে ‘তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম’

Date:

গত ২ মাস ধরে জ্বলছে বিজেপি(BJP) শাসিত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর(Manipur)। ১৪০ ছাড়িয়ে গিয়েছে মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতির মাঝে অশান্ত মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষণে এই রাজ্যে তৃণমূলের(TMC) ফ্যাক্ট ফাইন্ডিং টিম(Fact Finding Team)। জানা যাচ্ছে, তৃণমূলের চার সাংসদের প্রতিনিধি দল যাবে মণিপুরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিতেই তৃণমূলের এই মণিপুর যাত্রা।

তৃণমূলের তরফে জানা গিয়েছে, যে ৪ সদস্যের সাংসদীয় প্রতিনিধি দল মণিপুরে যাচ্ছে সেই দলে থাকছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং দোলা সেন। এদিন চার সদস্যের নাম ঘোষণা করে টুইটারে তৃণমূলের তরফে লেখা হয়, “ডবল ইঞ্জিন সরকারের রাজ্য মণিপুর জ্বলছে তিন মাস ধরে। কিন্তু বিজেপি সরকার সেদিকে ভ্রুক্ষেপই করেনি। তাই তৃণমূল প্রতিনিধি দল সেখানে পৌঁছে কিছুটা স্বস্তি দেবে মানুষকে।”

উল্লেখ্য, গত ২ মাস ধরে উত্তপ্ত মণিপুর। শতাধিক মানুষের মৃত্যুর পরও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কেন্দ্র। মুখ রক্ষার্থে ভোটের প্রচার শেষ করে একদফা মণিপুর গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সেনা ছাউনির মধ্যেই সময় কাটিয়ে ফের দিল্লি ফিরে আসেন তিনি। শান্তির বার্তা নিয়ে অশান্ত মণিপুরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেনন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু শেষপর্যন্ত অনুমতি মেলেনি। এবার সেখানে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। এদিকে বাংলায় হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। যা নিয়ে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফে বলা হয়েছে এতদিন ধরে এত হিংসা চলছে মণিপুরে। ‘রাজনীতির ধান্ধাবাজ’ বিজেপির সেখানে যাওয়ার সময় হয়না।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version