Sunday, August 24, 2025

বাংলায় সবুজ ঝড় উঠতেই ‘দার্শনিক’ রাজ্যপাল! গেরুয়া চালে গণতন্ত্রের জয়গান আনন্দ বোসের

Date:

Share post:

দিল্লির (Delhi) ঝটিকা সফর শেষে মঙ্গলবার সকালেই কলকাতায় এসে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। এদিন সকাল আটটা নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়েই রাজনৈতিক নেতাদের ভাষায় বক্তব্য রেখে চলে যান দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে (Bhangar)। সেখানে গিয়ে কিছুক্ষণ এলাকাবাসীদের সঙ্গে কথা বলে বেরিয়ে যান আনন্দ বোস। রাজভবন (Rajbhawan) সূত্রে খবর মঙ্গলবার গণনার দিন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। আর গণনার দিন কার্যত বিরোধী “এজেন্ট”-এর (Agent) ভূমিকায় অবতীর্ণ হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পরে তিনি রাজভবনে ফিরে এসে ফের সাংবাদিক সম্মেলন করেন। আর এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি একেবারে ‘দার্শনিক’-র ভূমিকায় অবতীর্ণ হন। সবকিছু সুযোগসুবিধা থাকা সত্ত্বেও বিরোধীদের ঢাল হয়ে গণতন্ত্রের পাঠ পড়ালেন রাজ্যপাল আনন্দ বোস।

তবে পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার দিন রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে হানাহানি ভুলে রাজ্যবাসীর কল্যাণের বিষয়ে নজর দেওয়ার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এবার মূল লড়াই হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে। রাজ্যপাল আরও বলেন, গণতন্ত্রে নির্বাচন হল বন্ধুত্বপূর্ণ লড়াই। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে হিংসা বা ঘৃণা তৈরি হওয়া একেবারেই অনভিপ্রেত। রাজ্যপাল আরও জানান, এখন আমাদের ভেদাভেদ ভুলে মানুষের জন্য কাজ করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে চলার নামই গণতন্ত্র। যে পিছিয়ে পড়বে তাকেও হাত ধরে এগিয়ে নিয়ে আসতে হবে বলেও এদিন মনে করিয়ে দেন সি ভি আনন্দ বোস। এরপরই মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, “আমরা করব জয় নিশ্চয়”।

এদিন এখানেই থেমে থাকেননি রাজ্যপাল। তিনি রাজনৈতিক দলগুলির উদ্দেশে পরামর্শ দেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে বাংলার সমস্ত রাজনৈতিক দলের এই মুহূর্তে ২টি লক্ষ্যে কাজ করা উচিত। হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে তাদের। আমরা এই নির্বাচন থেকে অনেক কিছু শিখেছি। আমার বিশ্বাস এরপর হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধ শুরু হবে।

 

 

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...