বিয়ের পর শ্বশুরবাড়ি গেলেন না শ্রুতি, আলাদা থাকছেন স্বর্ণেন্দু!

এমনকি 'রাঙা বউ'-এর সদ্য বিবাহিত রিয়েল লাইফ বর আলাদা থাকছেন। কেন? উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই।

৮ জুলাই জাঁকজমকের আড়ালে গিয়ে চুপিসারে বিয়ে সারলেন টলিউডের চর্চিত কাপল শ্রুতি দাস-স্বর্ণেন্দু সমাদ্দার (Shruti Das-Swarnendu Samadar)। অভিনেত্রী- পরিচালকের প্রেমের কাহিনী গোটা ইন্ডাস্ট্রির কাছেই আলোচনা- সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। অথচ বিয়েতে সতীর্থদের আমন্ত্রণ জানাননি শ্রুতি-স্বর্ণেন্দু (Shruti Das-Swarnendu Samadar)। ‘ত্রিনয়নী’ থেকে ‘রাঙা বউ’ পর্যন্ত অভিনেত্রীর ফিল্মি ক্যারিয়ারে পাশে ছিলেন ১৪ বছরের বড় পরিচালক। প্রফেশনাল সম্পর্কের বাইরে গিয়ে শ্রুতির ‘ একান্ত আপন’ মানুষের জায়গা দখল করেছেন স্বর্ণেন্দু। একটা সময়ের স্বর্ণেন্দুদা শ্রুতির ‘বাবি’ থেকে আজ স্বামী। কিন্তু এত প্রেমের পরেও বিয়ের (Marriage)পর শ্বশুরবাড়ি গেলেন না অভিনেত্রী। এমনকি ‘রাঙা বউ’-এর সদ্য বিবাহিত রিয়েল লাইফ বর আলাদা থাকছেন। কেন? উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই।

আজকাল বলিউডকে অনুকরণ করেই টেলি তারকারা ঘনিষ্ঠ বৃত্তে বিয়ে করছেন। শ্রুতি-স্বর্ণেন্দু সেই পথেই হেঁটেছেন। চলতি হাওয়ার বিপরীতে গিয়ে কালরাত্রি, বৌভাতের ধারেকাছে যাননি নব বিবাহিত যুগল। শ্রুতির কথায়, “আমাদের জীবনে বলেকয়ে কিছু হয় না। এক মাস আগে শুটিং সেটে বসে ঠিক করলাম, বিয়ে করব আমরা। এই মুহূর্তে দু’জনে একসঙ্গে কাজ করছি রাঙা বউ সিরিয়ালে। তাই ভাবলাম এর পরের কাজগুলো থেকে তেমন সুযোগ না পেলে!” বিয়ের জন্য সাদা থিম বেছে নিয়েছিলেন তাঁরা। স্বর্ণেন্দুর পরনে ছিল সাদা ধুতি এবং পাঞ্জাবি, শ্রুতির পরনে সাদা শাড়ি সঙ্গে রুপোর গয়নায়। আন্তরিকতা আজ বিলুপ্তপ্রায় তাই একান্ত ঘনিষ্ঠ পরিবার-পরিজনদের নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে দুজনেই কাজে ব্যস্ত তাই এখন একসঙ্গে থাকা হচ্ছে না। বর বউ যে যার নিজের বাড়িতে থাকছেন। জীবনে কতটা পরিবর্তন এল? পরিচালক বর কোনও উত্তর না দিলেও অভিনেত্রী বলছেন, বিয়ের আগে থেকেই দুজনে সংসারী ছিলাম। শুধু বিবাহিত স্ট্যাম্প পড়ল আর কিছু পরিবর্তন হয়নি। শ্রুতির কথায়, “শাঁখা-পলা-হাফ প্যান্ট পরে ঘুরছি। বিয়ের পর স্বর্ণ ওর বাড়িতে, আমি আমার বাবা-মায়ের সঙ্গে থাকছি। আমাদের কোনও কালরাত্রি নেই, বউভাত নেই, আজকেই একসঙ্গে শুটিং করব।”

 

 

Previous articleশ্রীরামকৃষ্ণ-স্বামীজিকে বি.দ্রুপে কড়া শাস্তি, অমোঘ লীলাকে নিষিদ্ধ করল ইসকন
Next articleবিয়েবাড়ি যাওয়ার পথে খালে পড়ল বাস!ঘটনাস্থলেই মৃ*ত ৭, আ.হত বহু