Tuesday, November 11, 2025

তিহারে বসেই দলের জয়ে বেজায় খুশি! কেষ্টহীন বীরভূমে অব্যাহত সবুজ ঝড়ের দাপট

Date:

আগেভাগেই তিনি দাবি করেছিলেন, তৃণমূল (TMC) জিতবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর ভরসা রাখবেন। আর নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেল সেই ছবি। বীরভূম (Birbhum) জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে ৫১টিতেই ফুটেছে ঘাসফুল। সবুজ ঝড় উঠেছে প্রায় গোটা বীরভূমেই। আর তৃণমূলের এই জয়ের খবর তিহারে (Tihar Jail) বসেই শুনলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সূত্রের খবর, নিজের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় বেজায় খুশি বীরভূমের নেতা। তবে চলতি বছর নির্বাচনের ময়দান থেকে তিনি অনেকটাই দূরে। বর্তমানে সুদূর তিহার জেলে বসেই দলের জয়ের খবর পেয়েছেন তিনি। তবে তিনি বীরভূমে থাকতে না পারলেও তাঁর গড়ে জয়ের ধারা অব্যহত রাখল তৃণমূল কংগ্রেস।

বীরভূমের দায়িত্ব এখনও খাতায় কলমে তাঁর হাতেই রয়েছে। তাঁর অনুপস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জেলার দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আর সেই অনুব্রতহীন বীরভূমেই ভালো ফল করল ঘাসফুল শিবির। তবে বুধবার অসুস্থতার কারণে রাউস অ্যাভিনিউ আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় অনুব্রতকে। একইসঙ্গে ভার্চুয়ালি হাজিরা দেন বিকাশ মিশ্র, এনামুল। সশরীরে হাজিরা দেন সতীশ কুমার, সায়গল হোসেন, মণীশ কোঠারি এবং অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। রাউস অ্যাভিনিউ কোর্টে আগামী ১৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে তার আগে ১৮ জুলাই দিল্লি হাই কোর্টে জামিনের আবেদনের শুনানি রয়েছে অনুব্রতর।

তবে এদিন শুনানি শেষে অনুব্রতর আইনজীবী জানান, অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত হতে পারেননি অনুব্রত। তবে জেলে বসেও তাঁর মন পড়েছিল বীরভূমের দিকেই। পঞ্চায়েত নির্বাচনে তাঁর এলাকা কেমন ফল করল, তা জানতে উৎসাহ ছিল তুঙ্গে। এরপর আইনজীবীই তাঁকে জানান, বীরভূমে তৃণমূলের জয়জয়কারের কথা। যা শুনে দারুণ খুশি কেষ্ট। তবে এমন জয়ের দিনে নিজের এলাকায় থাকতে না পারার কারণে কষ্ট পাচ্ছেন তিনি।

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version