Sunday, May 18, 2025

অভিনেত্রীর ভু.য়ো প্রোফাইলে টাকা চাওয়ার অভি.যোগ! পুলিশের দ্বারস্থ অনিন্দিতা নিজেই

Date:

তারকাদের সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া কিংবা ভুয়ো প্রোফাইল তৈরি করে অন্যকে হেন.স্থা করার ঘটনা নতুন নয়। সিনেমা সিরিয়ালের অভিনেতারা মাঝে মাঝেই তাঁদের নামে প্রোফাইল খোলা হয়েছে বলে অভিযোগ করেন। সেই তালিকায় দেখা গেল অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীকে (Anindita Roychowdhury)। তবে শিল্পী রীতিমতো ভয় পেয়েছেন এটা স্পষ্ট, কারণ তাঁর নাম নিয়ে প্রোফাইল তৈরি করে সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট ছড়িয়ে পড়ছে। বিষয়টি সকলের গোচরে আনতে নিজেই পোস্ট করলেন অনিন্দিতা (Anindita Roychowdhury)। ইতিমধ্যে সাইবার বিভাগে অভিযোগও দায়ের করেছেন।

টেলি পর্দার চেনা মুখ অনিন্দিতা রায়চৌধুরী। ছোট বড় সব সিরিয়ালে তাকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে চেনে বাঙালি । অভিনেত্রী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর নামের বিভিন্ন ভুয়ো প্রোফাইল থেকে চেনা পরিচিতদের কাছে উল্টোপাল্টা মেসেজ যাচ্ছে। ব্যাপারটা জানাজানি হওয়ার পর রীতিমতো চিন্তায় পড়ে যান অনিন্দিতা। কোথাও কাজ দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে, নোংরা মেসেজ পাঠানো হচ্ছে, কোথাও আবার বলা হচ্ছে তিনি নাকি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত। এরপর আর দেরি করেননি অনিন্দিতা সঙ্গে সঙ্গে সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত অভিনেত্রী প্রত্যেকের কাছে অনুরোধ করেছেন যাঁরা এই ধরনের কোনও অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, তাঁরা যেন অবশ্যই গোটা কনভারসেশন স্ক্রিনশটের মাধ্যমে তাঁকে পাঠিয়ে দেন। এবার পুলিশের কাছেই অভিযোগ করার মনস্থির করেছেন টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এমনিতেই সিরিয়াল এবং নতুন সিরিজ নিয়ে যথেষ্ট ব্যস্ত আছেন। তার মধ্যে এই ধরনের ঘটনায় মানসিক চাপ বাড়ছে বলে জানান অনিন্দিতা রায়চৌধুরী।

 

 

Related articles

পারিবারিক বিবাদের জেরে উস্তিতে যুবক খুন, এক মহিলা-সহ আটক ৫

দক্ষিণ ২৪ পরগনার উস্তি (Usti, South 24 Parganas) থানার অন্তর্গত উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায় জমিজমা দিয়ে...

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন 'বিরাট' (Virat Kohli) ভক্তরা।...

মহাকাশের স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ ISRO, উৎক্ষেপনের পরেই বাতিল অভিযান!

রবিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণায় (ISRO) নতুন পালক জুড়ে যাওয়ার কথা ছিল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের...

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...
Exit mobile version