Saturday, August 23, 2025

জাতীয় স্তরে কেন্দ্র বিরোধী জোট দানা বাধতেই চোখে সর্ষফুল দেখছে BJP। যেভাবেই হোক জোটে থাকা দলগুলির বিরুদ্ধে আক্রমণ শাণাচ্ছে। বাংলায় শাসকদলকে আক্রমণ করার পাশাপাশি, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) ইস্তফার দাবিতে বিধানসভায় প্রবল অশান্তি করল গেরুয়া শিবির। বৃহস্পতিবার, বিধানসভায় অশান্তি করার পরে, পাটনার (Patna) রাজপথেও বিক্ষেোভ দেখায় বিজেপি।

লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে বিহারে আরজেডি-জেডিইউ-কংগ্রেস-বামেদের জোট সরকারের উপর চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। জেডিইউ নেতা নীতীশ কুমার বিজেপি-বিরোধীজোটের সলতে পাকানোর কাজে সক্রিয় ভূমিকা নেয়। ২৩ জুন তাঁরই পটনার বাসভবনেই তৃণমূল, কংগ্রেস, আপ-সহ ১৫টি বিজেপি বিরোধী দলের বৈঠক হয়। সেই বৈঠক সফল হওয়ার পরে পরেই বৈঠক বেঙ্গালুরুতে। আর তার আগেই বিহারের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের জোট সরকারকে চাপে রাখতে চাইছে প্রধান বিরোধী দল বিজেপি।

এদিন নীতীশ কুমারে পদত্যাগের দাবিতে বিধানসভায় তুমুল গোলমাল বাধায় গেরুয়া শিবিরের বিধায়করা। রেলে ‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেরও ইস্তফারও দাবি তুলেছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার অওয়ধ বিহারী চৌধুরি মার্শাল ডেকে বিক্ষোভকারী বিধায়কদের সভা থেকে বের করে দেন। বাইরে পুলিশের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি হয়। পাশাপাশি, ‘রদ্দি সিএম গদ্দি ছোড়ো’ স্লোগান তুলে পটনার রাস্তায় আন্দোলনে নামে বিজেপি। বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ লাঠি এবং জলকামান ব্যবহার করে।

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version