Thursday, August 21, 2025

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে জায়গা হয়নি রবীচন্দ্রন অশ্বিনের। অশ্বিনকে বাদ দেওয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। অস্ট্রেলিয়ার কাছে সেই টুর্নামেন্টে হারে ভারতীয় দল। সমালোচনা যেন আরও তীব্র হয়। সেই সময় চুপ থেকেছেন অশ্বিন। তবে WTC ফাইনালে জায়গা না হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে জায়গা হয়েছে। আর দলে ফিরেই দুরন্ত পারফরম্যান্স। একাই নিলেন পাঁচ উইকেট। এর পাশাপাশি কেরিয়ারে ৩৩ বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের বেশি নিলেন অশ্বিন। আর এরকম ভাবে ফিরে এসেই WTC ফাইনালে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন তিনি।

এই নিয়ে অশ্বিন বলেন,” বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে বসে থাকা যে কোনও ক্রিকেটারের কাছেই কষ্টের। কিন্তু বাদ পড়ে যদি সাজঘরে ঝগড়াঝাটি করি, তা হলে আমার সঙ্গে বাকিদের পার্থক্য কোথায় থাকল। ফাইনালে খেলার জন্যে প্রস্তুত ছিলাম। শারীরিক এবং মানসিক ভাবে তৈরি ছিলাম। পরিকল্পনাও ছকে রেখে ছিলাম। তবে এটাও মনে হয়েছিল আমি না-ও খেলতে পারি।”

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ৫ উইকেট নিয়ে অশ্বিন বলেন,” আমার মনে হয়েছে এটি একটি দুর্দান্ত পারফরম্যান্স। বর্তমানে বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি, যেখানে গোটা বিশ্বজুড়ে এত বেশি ক্রিকেট চলছে। আমার খারাপ লেগেছিল যে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে পারিনি।”

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিনই চালকের আসনে টিম ইন্ডিয়া, সৌজন্যে অশ্বিন-জাদেজা

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version