Tuesday, August 26, 2025

গত কয়েক দিন ধরে জল্পনা চলছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। আজ বার্সেলোনা জানিয়েছে, ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকিকে দলভুক্ত করছে তারা। রকির বর্তমান ক্লাব অ্যাথলেতিকো পারানায়েনস এবং বার্সেলোনা এ বিষয়ে ঐক্যমতে এসেছে।

বার্সেলোনার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রকি বার্সেলোনায় যোগ দেবেন ২০২৪–২৫ মরসুমে। দুই পক্ষের মধ্যে সাত বছরের চুক্তি মেয়াদ ফুরোবে ২০৩১ সালে। এর আগে রকিকে কেউ কিনতে চাইলে রিলিজ বাবদ ৫০ কোটি ইউরো খরচ করতে হবে।

বার্সেলোনার টুইটার পেজ থেকে রকির একটি বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়। ব্রাজিলে তিগরিনিও নামে পরিচিত রকি ১০ সেকেন্ডের ভিডিও বার্তায় বার্সেলোনা সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ‘কিউলার্স, বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমি খুব খুশি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। তিগরিনিও বার্সেলোনায় আসছে। শিগগিরই দেখা হবে। বার্সেলোনা এগিয়ে চলো।’

রকির জন্য দলবদল বাবদ ৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার খরচ করছে বার্সেলোনা।এবারের দলবদল মরসুমে বার্সেলোনায় নাম লেখানো তৃতীয় খেলোয়াড় রকি। এর আগে ম্যানচেস্টার সিটি থেকে ইলকায় গুন্দোয়ান এবং মুক্ত খেলোয়াড় হিসেবে অ্যাথলেটিক ক্লাবের ইনিও মার্তিনেজকে দলে নিয়েছিল কাতালোনিয়ার ক্লাবটি।

পারানায়েনস ও ব্রাজিল যুব দলের হয়ে খেলার সময় থেকে বার্সেলোনার নজরে ছিলেন রকি। গত বছর তাঁর দল লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবারতাদোরেসের ফাইনালে খেলে। এ বছর অনূর্ধ্ব–২০ পর্যায়ের দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে রকির ব্রাজিল। টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রকি।

৯ নম্বর জার্সি পরে খেলেন রকি। মূলত সেন্টার ফরোয়ার্ড, তবে উইংয়েও খেলে থাকেন। এখন পর্যন্ত পারানায়েনসের হয়ে ৬৫ ম্যাচে করেছেন ২২ গোল। কয়েক দিন আগে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাকে জিজ্ঞেস করা হয়েছিল রকির কাছ থেকে তাঁর ক্লাবের চাওয়া কী? লাপোর্তা বলেছিলেন, ‘গোল চাই। তাঁর নিজস্ব একটা ধরন আছে। তাঁকে রোনাল্ডো বা রোমারিওর সঙ্গে তুলনা করা যাবে না। সে এমন খেলোয়াড় যে বক্সের ভেতর দুই পায়েই বিপজ্জনক হয়ে উঠতে পারে।’এখন দেখার বার্সেলোনার ইচ্ছাপূরণ হয় কিনা।

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version