Thursday, November 13, 2025

প্রবল বৃষ্টিতে জলমগ্ন উত্তর ভারতের একাধিক রাজ্য। হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে হরিয়ানায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় মহিলার হাতে চড় খেলেন জেজেপি(জননায়ক জনতা পার্টি) বিধায়ক। যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুনঃনির্বাচনে মানুষের সমর্থনে না পেয়ে জলপাইগুড়িতে তৃণমূল কর্মীর উপর হা.মলা! গ্রে.ফতার ১

ঘটনাটি ঘটেছে বুধবার হরিয়ানার কৈথালী এলাকায়। একটানা বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। দোকান বাজারে জলে টইটুম্বুর । জলের তোড়ে ভেসেছে ঘরের সমস্ত জিনিস। কারোর কারোর পরিস্থিতি এতটাই খারাপ যে মাথার ছাদটুকুও ভেসে গিয়েছে।এই পরিস্থিতিতে বন্যা কবলিত জায়গা পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় জেজেপি বিধায়ক ঈশ্বর সিং। সঙ্গে ছিলেন সাংসদের নিরাপত্তাকর্মী এবং দলীয় কর্মীরা। স্থানীয়দের সুবিধা-অসুবিধার কথা শুনছিলেন ঈশ্বর।
সব শেষ হয়ে যাওয়ার পর এলাকাবাসীর অভাব অভিযোগ শুনতে আসা বিধায়করে দেখে ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় এক বৃদ্ধ মহিলা। এগিয়ে এসে সপাটে চড় কষান বিধায়েকর গালে। প্রশ্ন করেন, প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? এখন কেন এসেছেন? কী দেখতে এখানে এসেছেন? আচমকা চড় খেয়ে প্রথমে হকচকিয়ে যান ওই বিধায়ক। যদিও পরে ওই মহিলাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
উত্তেজিত জনতার মধ্যে থেকে নিরাপত্তারক্ষীরা ঈশ্বর সিংকে সরিয়ে নিয়ে যান। বিধায়ক যদিও পরে জানিয়েছেন, ‘আমি ওঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করছি না৷ আমি ওঁকে ক্ষমা করে দিয়েছি৷’ এই ঘটনার ভিডিও হু হু করে নেট পাড়ায় ছড়িয়ে পড়েছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version