Wednesday, August 27, 2025

প্রবল বৃষ্টিতে জলমগ্ন উত্তর ভারতের একাধিক রাজ্য। হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে হরিয়ানায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় মহিলার হাতে চড় খেলেন জেজেপি(জননায়ক জনতা পার্টি) বিধায়ক। যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুনঃনির্বাচনে মানুষের সমর্থনে না পেয়ে জলপাইগুড়িতে তৃণমূল কর্মীর উপর হা.মলা! গ্রে.ফতার ১

ঘটনাটি ঘটেছে বুধবার হরিয়ানার কৈথালী এলাকায়। একটানা বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। দোকান বাজারে জলে টইটুম্বুর । জলের তোড়ে ভেসেছে ঘরের সমস্ত জিনিস। কারোর কারোর পরিস্থিতি এতটাই খারাপ যে মাথার ছাদটুকুও ভেসে গিয়েছে।এই পরিস্থিতিতে বন্যা কবলিত জায়গা পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় জেজেপি বিধায়ক ঈশ্বর সিং। সঙ্গে ছিলেন সাংসদের নিরাপত্তাকর্মী এবং দলীয় কর্মীরা। স্থানীয়দের সুবিধা-অসুবিধার কথা শুনছিলেন ঈশ্বর।
সব শেষ হয়ে যাওয়ার পর এলাকাবাসীর অভাব অভিযোগ শুনতে আসা বিধায়করে দেখে ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় এক বৃদ্ধ মহিলা। এগিয়ে এসে সপাটে চড় কষান বিধায়েকর গালে। প্রশ্ন করেন, প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? এখন কেন এসেছেন? কী দেখতে এখানে এসেছেন? আচমকা চড় খেয়ে প্রথমে হকচকিয়ে যান ওই বিধায়ক। যদিও পরে ওই মহিলাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
উত্তেজিত জনতার মধ্যে থেকে নিরাপত্তারক্ষীরা ঈশ্বর সিংকে সরিয়ে নিয়ে যান। বিধায়ক যদিও পরে জানিয়েছেন, ‘আমি ওঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করছি না৷ আমি ওঁকে ক্ষমা করে দিয়েছি৷’ এই ঘটনার ভিডিও হু হু করে নেট পাড়ায় ছড়িয়ে পড়েছে।

Related articles

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...
Exit mobile version