Thursday, August 28, 2025

যশস্বীর দুরন্ত ইনিংসে ভর করে দ্বিতীয় দিনের শেষে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৬২ রানে এগিয়ে ভারত

Date:

Share post:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও মেজাজে ভারতীয় দল। দ্বিতীয় দিন ভারতের টিম ইন্ডিয়ার জোড়া শতরান। দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ২ উইকেট হারিয়ে ৩১২। ১৬২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের হয় ক্রিজে রয়ছেন যশস্বী জসওয়াল এবং বিরাট কোহলি। ১৪৩ রানে অপরাজিত যশস্বী। ৩৬ রানে অপরাজিত বিরাট কোহলি।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম দিন যেখানে শেষ করেছিল, দ্বিতীয় দিন যেন সেখান থেকেই শুরু করেন যশস্বী জসওয়াল এবং রোহিত শর্মা। দুই ওপেনার করলেন শতরান। ১০৩ রান করেন রোহিত শর্মা। দুই ওপেনার যশস্বী এবং রোহিত জুটি গড়েন ২২৯ রানের। ২০০২ সালের পর এটাই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি। এর আগে ছিল সঞ্জয় বাঙ্গার এবং বীরেন্দ্র সেহবাগের জুটি। যারা জুটি গড়েছিলেন ২০২ রানের। এদিকে ১০৩ রান করতেই নজির গড়েন ভারত অধিনায়ক। এই রানের সুবাদে রোহিত টেস্টে ৩৫০০ রানের গণ্ডি পার করেন তিনি। করেন দশম শতরান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব‍্যর্থ শুভমন গিল। ৬ রান করেন তিনি। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন যশস্বী এবং বিরাট। যশস্বী ১৪৩ রানে অপরাজিত। ৩৬ রানে অপরাজিত বিরাট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন অ্যালিক আথানেজ এবং জোমেল।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের বিরুদ্ধে ম‍্যাচে টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস। ক‍্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান করেন অ্যালিক অ্যাথানেজ। ৪৭ রান করেন তিনি। ব্রেথওয়েট করেন ২০ রান। তেজনারায়ণ করেন ১২ রান। ভারতের পাঁচ উইকেট নেন অশ্বিন। তিন উইকেট নেন জাদেজা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...