Thursday, December 25, 2025

বঙ্গে ৩৫৫ ধারা জারিতে বিজেপির ক্ষতি: সুকান্তদের দাবি ওড়ালেন শাহ

Date:

Share post:

রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবিতে সরব হয়েছে বঙ্গ বিজেপি(BJP) নেতৃত্ব। সম্প্রতি এই সংক্রান্ত শুভেন্দুর দাবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে বেড়েছে রাজনৈতিক বিতর্ক। তবে বাংলায় এখনই ৩৫৫ জারিতে অনিচ্ছুক বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) অমিত শাহ(Amit Shah)। বঙ্গ বিজেপি নেতৃত্বের দাবি খারিজ করে তিনি জানিয়ে দিলেন, এখনই এমনটা করা ঠিক হবে না এতে দলেরই ক্ষতি।

দিল্লি(Delhi) গিয়ে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাত করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। সেখানেই শাহকে তিনি জানান, “বাংলায় ৩৫৫ ধারা জারি করার মত পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি কিছু করুন।” তবে অমিত শাহ স্পষ্ট জানান, ৩৫৫ জারি করার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা রয়েছে। তাই দাবি করলেই হয় না। সবদিক খতিয়ে দেখতে হয়। এখনই ৩৫৫ ধারা জারি করলে রাজনৈতিকভাবে তৃণমূল (TMC) সুবিধা পাবে। কারণ, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনপ্রিয়তা এখনও অটুট। জোর করে ৩৫৫ অথবা ৩৫৬ জারি করতে গেলে দলের পক্ষে হিতে বিপরীত হবে। তাই কেন্দ্রের দিকে না তাকিয়ে রাজনৈতিকভাবে তৃণমূলের মোকাবিলা করুন। এরপরই সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত জানান, ৩৫৫ ধারা জারির বিষয়টি প্রশাসনিক। প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন।

তবে ৩৫৫-র দাবি খারিজ করলেও বাংলায় পঞ্চায়েতের ফলাফলে বিজেপি যে সন্তুষ্ট সেকথা জানিয়ে বঙ্গ বিজেপিকে অভিনন্দন জানান অমিত শাহ। একইসঙ্গে রাজ্যে হিংসার অভিযোগ তুলে তিনি বলেন, বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে যা প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। এর জন্য বিজেপির সকল কার্যকর্তা ও পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান অমিত শাহ। জবাবে পালটা টুইট করে তুলোধোনা করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন। টুইটে লেখেন, আর কত নিচে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী? শালীনতা ও মানবতা – এই দুটি শব্দ আপনার অভিধানে নেই।

href=”https://t.me/biswabanglasangbad”>

spot_img

Related articles

চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

ধর্ম ও জাতি হিংসার পথ থেকে সরে আসতে বাংলাদেশকে কতটা পথ দেখাতে পারবে বিএনপি তা আগামী সময় বলতে...

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...

এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা! উন্নাও-এর নির্যাতিতাকে ওমপ্রকাশের উপহাসের তীব্র নিন্দা অভিষেকের

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পুলিশের এনকাউন্টারে মৃত মাওবাদী শীর্ষনেতা গণেশ, মাথার দাম ছিল ১ কোটি

এক মাওবাদী শীর্ষনেতা ( Moist leader) মাডবী হিডমাকে এনকাউন্টার করার এক মাসের মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টার...