Sunday, May 4, 2025

মনোনয়ন প্রত্যাহার বিজেপির ‘ডামি’ রথীন্দ্রর! বিনা প্রতিন্দ্বিতায় জয়ী রাজ্যসভার ৭ প্রার্থী  

Date:

পশ্চিমবঙ্গের আসন্ন রাজ্যসভার নির্বাচনে (Rajyasabha Election) আর ভোটাভুটির প্রয়োজন হচ্ছে না। শনিবার মনোনয়ন প্রত্যাহার করলেন বিজেপির (BJP) ডামি প্রার্থী (Dummy Candidate) রথীন্দ্র বসু (Rathindra Bose)। এদিন ছিল রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর শেষ দিনে বিধানসভায় এসে সহ সচিবের কাছে নিজের মনোনয়ন প্রত্যাহার করেলেন রাজ্য বিজেপির সহ সভাপতি। এরপরেই স্পষ্ট হয়ে যায়, আগামী ২৪ জুলাই বিধানসভায় আর রাজ্যসভা নির্বাচন হচ্ছে না। ফলে মনোনয়ন জমা (Nomination) দেওয়া প্রার্থীরা সবাই বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ হবেন।

বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার সাধারণ রাজ্যসভা নির্বাচনে ৬ এবং উপনির্বাচনে এক জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের শংসাপত্র দেওয়া হবে। ফলে এই রাজ্য থেকে রাজ্যসভায় যাওয়ার রাস্তা একেবারে পাকা হল তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, অধ্যাপক সামিরুল ইসলাম এবং প্রকাশ চিক বড়াইকের। অন্যদিকে, বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছেন অনন্ত মহারাজ। তিনিই প্রথম পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ হচ্ছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের লুইজিনহো ফালেইরোর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। সেই আসনেও বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হবেন দিল্লির বাসিন্দা তথা সমাজকর্মী সাকেত গোখলে।

তবে রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের থেকে পিছিয়ে পরে রাজ্যসভার ভোটে চমক দিতে চেয়েছিল গেরুয়া শিবির। সেই কারণেই ডামি প্রার্থী রথীন্দ্র বসুকে এই নির্বাচনে সামিল করেছিলেন গেরুয়া শিবিরের নেতারা। ফলে একটি আসনে নির্বাচন পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শনিবার ছিল রাজ্যসভার ভোটে নাম প্রত্যাহারের শেষ দিন। ওই দিন বিধানসভায় এসে নিজের নাম প্রত্যাহার করে নিলেন রাজ্য বিজেপির এই নেতা।

 

 

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version