Sunday, November 9, 2025

৬ হাজার বুথে কেন পুনর্নির্বাচনের দাবি? জেলাশাসকদের খতিয়ে দেখে রিপোর্ট দিত বলল কমিশন

Date:

বঙ্গ বিজেপির নেতাদের আস্ফালনই সার। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) বাংলায় হালে পানি পেল না গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে এখন হিংসা আর কারচুপির ধুঁয়ো তুলে মুখরক্ষার চেষ্টায় রাজ্যের বিজেপি নেতৃত্ব। নির্বাচনের পরেই কোথাও ভোট লুঠ, কোথাও ব্যালট বাক্স লুঠের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানায় বিরোধীরা। সেই দাবি মেনে, ১০ তারিখ ৬৯৬ বুথে পুনর্নির্বাচন করায় রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। তারপরেই ফল প্রকাশের পরে আবার হিংসার অভিযোগ বিরোধীদল বিজেপির। ৬ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি ছিল তাদের। এবার সেই তালিকা জেলাশাসকদের কাছে পাঠাল কমিশন। খতিয়ে দেখে জেলাশাসকদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।

মনোয়ন জমা, প্রচার পর্ব ও ভোটের দিন রাজ্যে বিক্ষিপ্ত হিংসার খবর মেলে। ফলপ্রকাশের পরেও কয়েকটি জায়গায় রক্ত ঝরছে শাসক-বিরোধী দুপক্ষের। এই পরিস্থিতিতে জেলাশাসকদের নির্দেশ পাঠাল নির্বাচন কমিশন। ৯ জুলাই বিজেপির তরফে ইমেল করে একটি তালিকা দেওয়া হয়। বিজেপির দাবি ছিল, ৬ হাজার বুথে পুনর্নির্বাচন করাতে হবে। সেই তালিকা কমিশনের তরফে জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের থেকে একটি রিপোর্ট (Report) চেয়েছে কমিশন। জানতে চাওয়া হয়েছে, ৬ হাজার বুথের মধ্যে কোন কোন বুথে স্ক্রুটিনি য়েছে, পুনর্নির্বাচনের জন্য কতগুলি বুথের তালিকা পাঠানো হয়েছে? তালিকায় থাকা বুথগুলিতে পুনর্নির্বাচনের কোনও কারণ আছে কি না- সব বিষয়ে খতিয়ে দেখে কমিশনকে একদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে জেলাশাসকদের। সোমবার হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন মামলার শুনানি রয়েছে। তার আগেই বিজেপি করা অভিযোগের ভিত্তিতে ৬ হাজার বুথের সম্পর্কে জানতে চাইছে কমিশন।

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version