Friday, November 14, 2025

৬ হাজার বুথে কেন পুনর্নির্বাচনের দাবি? জেলাশাসকদের খতিয়ে দেখে রিপোর্ট দিত বলল কমিশন

Date:

বঙ্গ বিজেপির নেতাদের আস্ফালনই সার। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) বাংলায় হালে পানি পেল না গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে এখন হিংসা আর কারচুপির ধুঁয়ো তুলে মুখরক্ষার চেষ্টায় রাজ্যের বিজেপি নেতৃত্ব। নির্বাচনের পরেই কোথাও ভোট লুঠ, কোথাও ব্যালট বাক্স লুঠের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানায় বিরোধীরা। সেই দাবি মেনে, ১০ তারিখ ৬৯৬ বুথে পুনর্নির্বাচন করায় রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। তারপরেই ফল প্রকাশের পরে আবার হিংসার অভিযোগ বিরোধীদল বিজেপির। ৬ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি ছিল তাদের। এবার সেই তালিকা জেলাশাসকদের কাছে পাঠাল কমিশন। খতিয়ে দেখে জেলাশাসকদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।

মনোয়ন জমা, প্রচার পর্ব ও ভোটের দিন রাজ্যে বিক্ষিপ্ত হিংসার খবর মেলে। ফলপ্রকাশের পরেও কয়েকটি জায়গায় রক্ত ঝরছে শাসক-বিরোধী দুপক্ষের। এই পরিস্থিতিতে জেলাশাসকদের নির্দেশ পাঠাল নির্বাচন কমিশন। ৯ জুলাই বিজেপির তরফে ইমেল করে একটি তালিকা দেওয়া হয়। বিজেপির দাবি ছিল, ৬ হাজার বুথে পুনর্নির্বাচন করাতে হবে। সেই তালিকা কমিশনের তরফে জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের থেকে একটি রিপোর্ট (Report) চেয়েছে কমিশন। জানতে চাওয়া হয়েছে, ৬ হাজার বুথের মধ্যে কোন কোন বুথে স্ক্রুটিনি য়েছে, পুনর্নির্বাচনের জন্য কতগুলি বুথের তালিকা পাঠানো হয়েছে? তালিকায় থাকা বুথগুলিতে পুনর্নির্বাচনের কোনও কারণ আছে কি না- সব বিষয়ে খতিয়ে দেখে কমিশনকে একদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে জেলাশাসকদের। সোমবার হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন মামলার শুনানি রয়েছে। তার আগেই বিজেপি করা অভিযোগের ভিত্তিতে ৬ হাজার বুথের সম্পর্কে জানতে চাইছে কমিশন।

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version