Sunday, November 16, 2025

৬ হাজার বুথে কেন পুনর্নির্বাচনের দাবি? জেলাশাসকদের খতিয়ে দেখে রিপোর্ট দিত বলল কমিশন

Date:

বঙ্গ বিজেপির নেতাদের আস্ফালনই সার। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) বাংলায় হালে পানি পেল না গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে এখন হিংসা আর কারচুপির ধুঁয়ো তুলে মুখরক্ষার চেষ্টায় রাজ্যের বিজেপি নেতৃত্ব। নির্বাচনের পরেই কোথাও ভোট লুঠ, কোথাও ব্যালট বাক্স লুঠের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানায় বিরোধীরা। সেই দাবি মেনে, ১০ তারিখ ৬৯৬ বুথে পুনর্নির্বাচন করায় রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। তারপরেই ফল প্রকাশের পরে আবার হিংসার অভিযোগ বিরোধীদল বিজেপির। ৬ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি ছিল তাদের। এবার সেই তালিকা জেলাশাসকদের কাছে পাঠাল কমিশন। খতিয়ে দেখে জেলাশাসকদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।

মনোয়ন জমা, প্রচার পর্ব ও ভোটের দিন রাজ্যে বিক্ষিপ্ত হিংসার খবর মেলে। ফলপ্রকাশের পরেও কয়েকটি জায়গায় রক্ত ঝরছে শাসক-বিরোধী দুপক্ষের। এই পরিস্থিতিতে জেলাশাসকদের নির্দেশ পাঠাল নির্বাচন কমিশন। ৯ জুলাই বিজেপির তরফে ইমেল করে একটি তালিকা দেওয়া হয়। বিজেপির দাবি ছিল, ৬ হাজার বুথে পুনর্নির্বাচন করাতে হবে। সেই তালিকা কমিশনের তরফে জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের থেকে একটি রিপোর্ট (Report) চেয়েছে কমিশন। জানতে চাওয়া হয়েছে, ৬ হাজার বুথের মধ্যে কোন কোন বুথে স্ক্রুটিনি য়েছে, পুনর্নির্বাচনের জন্য কতগুলি বুথের তালিকা পাঠানো হয়েছে? তালিকায় থাকা বুথগুলিতে পুনর্নির্বাচনের কোনও কারণ আছে কি না- সব বিষয়ে খতিয়ে দেখে কমিশনকে একদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে জেলাশাসকদের। সোমবার হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন মামলার শুনানি রয়েছে। তার আগেই বিজেপি করা অভিযোগের ভিত্তিতে ৬ হাজার বুথের সম্পর্কে জানতে চাইছে কমিশন।

 

 

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...
Exit mobile version