Sunday, August 24, 2025

‘মোহনবাগানরত্ন ২০২৩’ পাচ্ছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। এদিন ছিল মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির সভা। সেখানেই ঠিক হয় এবার মোহনবাগানরত্ন পাচ্ছেন গৌতম সরকার। মোহনবাগান ক্লাবের ইতিহাসে এই প্রথমবার কলকাতার বাইরে হল এক্সিকিউটিভ কমিটির বৈঠক। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে অনুষ্ঠিত হয় ক্লাবের কর্মসমিতির বৈঠক। পাশাপাশি পি সেন ট্রফি চ্যাম্পিয়ন হওয়া মোহনবাগান ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয় মন্দারমণিতে।

দীর্ঘদিন সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে সুনামের সঙ্গে খেলেছেন গৌতম সরকার। তবে শুধুমাত্র মোহনবাগানের হয়ে নয়, বাংলা দল, ইস্টবেঙ্গল এবং জাতীয় দলের হয়েও নিয়মিত খেলেছেন তিনি। তাই প্রাক্তন এই ফুটবলারকেই এবার মোহনবাগানরত্ন হিসাবে বেছে নিলেন বাগান কর্তারা। এবার ২৯ শে জুলাই এর পরিবর্তে মোহনবাগানরত্ন দেওয়া হবে ৩০ শে জুলাই। ২৯ শে জুলাই শুধুমাত্র প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ হবে। এছাড়াও প্রকাশ হবে বাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘ষোলো আনাই বাবলু’। এবারে মহরমের জন্য শুধুমাত্র ২৯ তারিখ নয়, ৩০ তারিখ দুইদিন ধরে অনুষ্ঠিত হবে মোহনবাগান দিবস।

৩০ শে জুলাই হবে মূল অনুষ্ঠান। শুধু মোহনবাগান রত্ন নয়, অন্যান্য বিভাগে কারা কারা পুরস্কার পাচ্ছেন তার তালিকাও চূড়ান্ত করা হয়েছে এই বৈঠকে। এবার প্রাক্তন ফুটবলার শঙ্কর বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। শিবদাস ভাদুড়ির নামে সেরা ফুটবলারের পুরস্কারের পাবেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। সুভাষ ভৌমিকের নামাঙ্কিত সেরা স্ট্রাইকারের পুরস্কার পাবেন দিমিত্রি পেত্রাতোস। সেরা যুব ফুটবলার হয়েছেন এনসন সিং।  সেরা ক্রিকেটার হিসেবে অরুণ লাল অ্যাওয়ার্ড পাবেন অর্ণব নন্দী। সেরা অ্যাথলিট মোহর মুখোপাধ্যায়। সেরা ক্রীড়া প্রশাসক হিসেবে অঞ্জন মিত্র অ্যাওয়ার্ড পাচ্ছেন ইউনাইটেড স্পোর্টস কর্তা নবাব ভট্টাচার্য।

মোহনবাগান সুপার জায়েন্ট তাঁদের মার্চেন্ডাইজ শোরুম খুলতে চলেছে ক্লাবে। পাশাপাশি ২৯ জুলাই প্রকাশিত হবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী। ২০ জুলাই প্রয়াত সচিব অঞ্জন মিত্রের নামাঙ্কিত মোহনবাগান মিডিয়া সেন্টারের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন আইএম বিজয়ন।

আরও পড়ুন:প্রাঞ্জল-এর মুকুটে নয়া পালক, এশিয়ার ৩ সেরা রেফারিদের মধ্যে জায়গা করে নিলেন বাংলার এই রেফারি

 

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version