Friday, November 14, 2025

দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে সাধারণ মানুষের মাথায় হাত। কিন্তু কথায় বলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। সবজির দাম বৃদ্ধিতে (Price hike) একশ্রেণীর মানুষ যে সত্যিই লাভবান হয়েছেন তা নিয়ে কোন সন্দেহ নেই। বিশেষ করে মহার্ঘ টমেটো (tomato)যে রাতারাতি কাউকে কোটিপতি করতে পারে সে খবর বিস্মিত হওয়ারই মতো। বাস্তবে এমনটা হয়েছে মহারাষ্ট্রের পুনের (Pune) তুকারাম ভাগোজির (Tukaram Bhagoji) সঙ্গে। মাত্র ১৩০০ টমেটো বিক্রি করেই হয়ে তিনি রাতারাতি ১.৫ কোটির মালিক!

লংকা, আদা আর টমেটো এই তিনটি জিনিসই উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেকের রান্নায় অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। আর এই তিন সবজি কিনা কিনা আজ ধরা ছোঁয়ার বাইরে। বাজারে গেলে পকেট নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছে, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু টমেটো পরিমাণ মতো কেনা যাচ্ছে না। বাড়ির গৃহিণী মেপে মেপে রান্নায় টমেটো ব্যবহার করছেন। আর সেই ফসল কিনা এক মাসের মধ্যে কোটিপতি করে দিল কৃষককে? জানা গেছে তুকারামের প্রায় ১৮ একর জমির মধ্যে ১২ একরেই চাষবাস করে তিনি। ছেলে ঈশ্বর এবং মেয়ে সোনালির সাহায্যে ওই জমিতেই টমেটো চাষ করেন তিনি। টমেটোর ক্রমবর্ধমান দাম মাথায় রেখে উৎপাদনের দিকে বেশি জোর দিয়েছিলেন তিনি। ফল মিলেছে হাতেনাতে। তুকারাম দিনে গড়ে ২১০০ ঝুড়ি টমেটো বিক্রি করেছেন। এবং হিসেব বলছে যে গত শুক্রবারই তাঁর আয় হয়েছে প্রায় ১৮ লক্ষ টাকা। তাহলে এক মাসের হিসেবটা প্রায় কোটি টাকার কাছাকাছি , ভাবা যায়!

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version