Monday, August 25, 2025

আরও বিপাকে ব্রিজভূষণ! যৌ.ন হেনস্থা, আ.র্থিক দু.র্নীতির পরে উঠে এলো আরও গুরুতর অভিযোগ  

Date:

নতুন অভিযোগ উঠল কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। যৌন হেনস্থা, আর্থিক দুর্নীতির পর এবার ব্রিজভূষণের বিরুদ্ধে উঠে এল আরও এক অভিযোগ। এক কুস্তিগিরের অভিযোগ, চিকিৎসার খরচ দেওয়ার বদলে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন ব্রিজভূষণ। এছাড়া আরও একজন কুস্তিগির অভিযোগ করেন, সাপ্লিমেন্ট দেওয়ার নামেও শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলেন ব্রিজভূষণ। এমনটাই অভিযোগ উঠে আসছে কুস্তিকর্তা ব্রিজভূষণের বিরুদ্ধে।

সম্প্রতি, কুস্তিকর্তা ব্রিজভূষণ-এর বিরুদ্ধে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ১৬০০ পাতার এক চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ। আর সেখানেই এই নতুন অভিযোগের কথা জানা গিয়েছে। সেখানে এক মহিলা কুস্তিগির অভিযোগ করেছেন, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় চোট পেয়েছিলেন তিনি। আখড়ায় ফেরার জন্য চিকিৎসার প্রয়োজন ছিল তাঁর। দেশে ফেরার পরে ফেডারেশনের দফতরে তাঁকে ডেকে পাঠান কুস্তিকর্তা ব্রিজভূষণ সিং। আর সেখানেই নাকি ব্রিজভূষণ প্রস্তাব দেন যে ফেডারেশন ওই কুস্তিগিরের চিকিৎসার সব খরচ বহন করবে। তবে তার বদলে কুস্তিগিরকে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। এরপর আরও একজন কুস্তিগির অভিযোগ করেন, ব্রিজভূষণ তাঁকে সাপ্লিমেন্ট কিনে দেওয়ার কথা বলেছিলেন। আর সাপ্লিমেন্টের বদলে কুস্তিগিরের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চান কুস্তিকর্তা। শুধু তাই নয়, ব্রিজভূষণের প্রস্তাবে রাজি না হলে তিনি হুমকি দিতেন বলেও অভিযোগ করেছেন কুস্তিগিরেরা। এছাড়াও ব্রিজভূষণের কয়েক জন ঘনিষ্ঠের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। তাঁরা নাকি কুস্তিগিরদের ফোন করে তাঁদের ব্রিজভূষণের সঙ্গে একা দেখা করতে বলতেন। যদিও তদন্তকারী কমিটির সামনে এই নিয়ে মুখ খোলেন ব্রিজভূষণ। তিনি জানিয়েছেন আলাদা করে তাঁর অফিসে বা বাড়িতে কারও সঙ্গে দেখা করেননি তিনি।

এদিকে ব্রিজভূষণ বিরুদ্ধে যে তদন্ত হয়েছে, তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন কুস্তিগিরেরা। তাঁদের অভিযোগ, বক্সার মেরি কমের নেতৃত্বে যে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তাঁরা স্বচ্ছতা রাখতে ব্যর্থ হয়েছেন। তাঁদের অভিযোগ, মেরি কমের নেতৃত্বাধীন কমিটি তাঁদের বলেছে, ব্রিজভূষণ কোনও দিন খারাপ মনোভাব থেকে কিছু করেননি। কুস্তিগিরেরাই তাঁকে ভুল বুঝেছেন।

আরও পড়ুন:ঘরের মাঠে দুরন্ত জয় মোহনবাগানের, ডালহৌসিকে হারাল ২-৫ গোলে

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version