Sunday, November 16, 2025

সংঘাত সরিয়ে আপের পাশে কংগ্রেস, ‘অধ্যাদেশ’ নিয়ে কেজরিদের সমর্থন

Date:

দিল্লির(Delhi) শাসন কুক্ষিগত করার কেন্দ্রীয় অধ্যাদেশ নিয়ে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করল কংগ্রেস(Congress)। দীর্ঘ দিন ধরে কংগ্রেস ও আপের মধ্যে চলতে থাকা টানাপোড়েন অবশেষে মিটল। মোদি সরকারের(Modi Govt) তরফে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল তার বিরোধিতায় অরবিন্দ কেজরিওয়ালদের(Arbind Kejriwal) পাশে থাকারই সিদ্ধান্ত নিল কংগ্রেস। শনিবার সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বাসভবনে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে কেজরিদের পাশে থাকার সিদ্ধান্ত নেয় আপ হাইকমান্ড।

দিল্লি অধ্যাদেশ নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল কংগ্রেস ও আম আদমি পার্টির(Aam Admi Party) মধ্যে। দেশের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী দেখা করে পাশে থাকার আবেদন জানালেও কংগ্রেস তাঁদের অবস্থান স্পষ্ট করেছিল না। এহেন পরিস্থিতির মাঝে কংগ্রেসের বৈঠকের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ সংবাদমাধ্যমকে জানান, “মোদি সরকার যেভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ করছে, তার বিরোধিতা করবে কংগ্রেস। ফলে আপনাদের বুঝে নিতে হবে কংগ্রেসের অবস্থান কী।”

উল্লেখ্য, এই ইস্যুতে পাটনার বিরোধী জোটের বৈঠকে রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে অরবিন্দ কেজরওয়ালের। এই বিষয়ে কংগ্রেসের অবস্থান কি তা স্পষ্ট করার দাবি জানান কেজরি। তবে কংগ্রেসের তরফে সেই সময়ে কিছুই জানানো হয়নি। এরপর ১৭ ও ১৮ জুলাই জোটের দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে। যেখানে উপস্থিত থাকবেন খোদ সোনিয়া গান্ধী। আপ আগেই জানিয়েছিল কংগ্রেস তাঁদের অবস্থান স্পষ্ট না করলে এই বৈঠকে হয়ত তাঁদের পক্ষে যোগ দেওয়া সম্ভব হবে না। ফলে জোটের বৈঠক যে শুরুতেই ধাক্কা খাবে তা বেস বুঝেছিল কংগ্রেস। যার জেরে বেঙ্গালুরু বৈঠকের ঠিক আগে অধ্যাদেশ নিয়ে আপের সঙ্গে চলতে থাকা দ্বন্দ্ব মিটিয়ে ফেলল কংগ্রেস।

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version