Sunday, December 21, 2025

কলকাতা লিগে জয় পেল ইস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গ পুলিশকে হারাল ২-৪ গোলে

Date:

Share post:

কলকাতা লিগে অবশেষে জয় পেল ইস্টবেঙ্গল এফসি। এদিন পশ্চিমবঙ্গ পুলিশকে হারাল ২-৪ গোলে। নৈহাটি স্টেডিয়ামে দারুণ ফুটবল খেলে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল।

ম‍্যাচে প্রথম থেকেই দুরন্ত শুরু করে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচ খেলতে নেমেই গুনন্দ সিং অসাধারণ ফুটবল খেলেন। বিশেষত প্রথমার্ধে। বিনো তাঁকে রাইট ব্যাক হিসেবে খেলা শুরু করালেও, গোটা মাঠ জুড়ে খেলতে থাকেন নয়া তারকা। তাঁর সঙ্গে যোগ দেন আমন্দ সিকে। কুশ ছেত্রীও দারুণ ফুটবল খেলেন। ১৭ মিনিটে প্রথম গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। কুশ ছেত্রীর পা থেকেই শুরু হয় আক্রমণ। রাইটব্যাক গুলন্দ সিং শট নেন। সেই শট পশ্চিমবঙ্গ পুলিশের তপেন্দুর গায়ে লেগে গোলে ঢুকে যায়। ২০ মিনিটে ২ গোলে এগিয়ে যেতে পারত লাল-হলুদ। সার্থকের পাস দেওয়া বল ধরে লিজো বাঁদিক থেকে উঠে আসেন। শট নিলেও সেখান থেকে গোল হয়নি। ২৩ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে গুনন্দ সিংকে ফাউল করে বসেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিফেন্ডার। ২৫ মিনিটে সার্থক গলুই স্পটকিক থেকে গোল করেন। তবে প্রথম চেষ্টায় বল জালে ঢোকাতে পারেননি তিনি। প্রথম শট তানভীর বাঁচালেও দ্বিতীয় প্রচেষ্টায় গোল করেন সার্থক। যদিও ৩২ মিনিটে পেনাল্টি পেয়ে যায়, পুলিশের দল। রতন মান্ডিকে বক্সের মধ্যে বাধা দেওয়ায় পেনাল্টি পায় পুলিশ। গোল করেন সুব্রত বিশ্বাস।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। যার ফলে ম‍্যাচের ৪৮ মিনিটে রাজীব দত্তের গোলে সমতা ফেরায় পুলিশ। রতন মান্ডির ফ্রিকিক পোস্টে লাগে ফিরে আসার মুখেই রাজীব হেডে গোল করে যান। তবে ৭০ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন দীপ সাহা। তাঁর ডান পায়ে নেওয়া শট জালে জড়িয়ে যায়। ৭৪ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান পরিবর্ত হিসেবে নামা অভিষেক কুঞ্জুম। পুলিশের সুব্রত বিশ্বাস বল দিতে গিয়েছিলেন গোলরক্ষককে। বলটা দারুণভাবে ফলো করছিলেন অভিষেক। বল ধরে ডান পায়ের টোকায় বল জালে জড়ান তিনি। শেষমেশ লাল-হলুদ ম‍্যাচ জেতে ৪-২ গোলে।

আরও পড়ুন:আয়ারল্যান্ড সিরিজে বিরাট-রোহিতদের পাশাপাশি বিশ্রাম দেওয়া হবে দ্রাবিড়কেও : সূত্র

 

spot_img

Related articles

তারকা সমৃদ্ধ কলকাতা ম্যারাথনে নয়া রেকর্ড গুলভীরের, চ্যাম্পিয়ন জোশুয়া

শীতের কুয়াশা মাখা ভোরে জমজমাট কলকাতা ম্যারাথন(Kolkata 25K)।   টাটা  স্টিল ২৫কে উপলক্ষ্যে দৌড়াল কলকাতা, টানটান প্রতিযোগিতার সঙ্গে আনন্দ...

বাংলাদেশ অশান্তিতে ভারতের প্রথম প্রতিক্রিয়া! চট্রগ্রামে বন্ধ ভারতীয় ভিসার কাজ

বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। একের পর এক দেশ কার্যত নতিস্বীকার করে নিহত ওসমান হাদির প্রতি শ্রদ্ধা...

ছ’মাসের মধ্যে ফের বাড়ছে ট্রেনের ভাড়া! বড় ধাক্কা যাত্রীদের

ছ'মাসের মধ্যেই ফের টিকিটের দাম বাড়াচ্ছে ভারতীয় রেল! বছরের শেষে ট্রেনের যাত্রীদের জন্য বড় ধাক্কা। নন এসি কোচে...

ভিন রাজ্য থেকে বাংলায় ডাকাতির চেষ্টা: রুখে দিল পুলিশ, গ্রেফতার ৭

ভিন রাজ্য থেকে সীমান্ত পেরিয়ে বাংলায় দুষ্কৃতীমূলক কাজের অপচেষ্টা সাম্প্রতিক সময়ে বারবার দেখা গিয়েছে। একাধিক জেলায় একাধিক ডাকাতির...