Sunday, May 4, 2025

ফের এজেন্সির রাজনীতি বিজেপির! তামিলনাড়ুর উচ্চ শিক্ষামন্ত্রীর বাড়ি ED’র হানা

Date:

একদিকে ২৪-এর মহাযুদ্ধের রণকৌশল তৈরিতে বেঙ্গালুরুতে একজোট হচ্ছে বিরোধীরা। অন্যদিকে, এজেন্সির রাজনীতি জারি রেখে সোমবার সকালে তামিলনাড়ুর(Tamilnadu) উচ্চ শিক্ষামন্ত্রী কে পনমুড়ির(K Panmuri) বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। পনমুড়ির পাশাপাশি তাঁর ছেলে ডিএমকে(DMK) সাংসদ গৌতম সিগামণির বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। মহাজোটের বৈঠকের ঠিক আগে ইডির(ED) এই তল্লাশি অভিযানকে প্রতিহিংসার রাজনীতি বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন(MK Stalin)।

উল্লেখ্য, সম্প্রতি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি ও জমি দখলের অভিযোগে তামিলনাডুর উচ্চ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তৎপর হয়েছিল কেন্দ্রীয় সংস্থা। যদিও সেই মামলায় কে পনমুড়িকে বেকসুর খালাস করে আদালত। এর কয়েকদিনের মধ্যেই মন্ত্রীর বাড়ির ইডির অভিযানের ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, সোমবার সকাল ৭ টা নাগাদ চেন্নাইয়ে উচ্চ শিক্ষামন্ত্রী কে পনমুড়ির সরকারি আবাস, ভিল্লুপুরমে তাঁর ব্যক্তিগত বাসভবন সহ বিভিন্ন জায়গায় হানা দেয় ইডির আধিকারিকরা। এমনকি অফিস ও বাড়িতে থাকা কর্মীদেরও বের করে দেন তদন্তকারীরা। তবে কী কারণে এই তল্লাশি সে বিষয়ে ইডির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত মাসেই চাকরি দুর্নীতির অভিযোগে তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছিল ইডি। ওই গ্রেফতারি ঘিরে তামিলনাডুর রাজ্যপাল আর এন রবির সঙ্গে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্ঘাত তুঙ্গে উঠেছিল। ডিএমকের অভিযোগ, বিজেপির হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আসরে নেমেছে ইডি। এরপর ফের তামিলনাড়ুর আর এক মন্ত্রীর বিরুদ্ধে বিজেপির এজেন্সি রাজনীতির অস্ত্র হয়ে উঠল ইডি।

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version