Thursday, November 6, 2025

ওরা আমাদের গুরুত্ব দেয় না: জোট বৈঠকে ব্রাত্য কুমারস্বামীর NDA যোগের ইঙ্গিত

Date:

২৪-এর মহারণের রণকৌশল গড়তে বিরোধী জোটের বৈঠক বসেছে বেঙ্গালুরুতে(Bengaluru)। তবে সে বৈঠকে ডাক পাননি জনতা দল (সেকুলার) প্রধান কুমারস্বামী। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ কর্নাটকের(Karnataka) প্রাক্তন মুখ্যমন্ত্রী(Chief Minister)। যার জেরেই হতাশার সুর ধরা পড়ল এইচডি কুমারস্বামীর(HD Kumarswami) গলায়। জানালেন, কংগ্রেস কখনই আমাদের দলকে মহাজোটের অংশ হিসেবে গুরুত্ব দেয়নি। অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে একসারিতে দেখা হয়নি আমাদের। পাশাপাশি, যদি সুযোগ তৈরি হয় তবে এনডিএতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন তিনি।

বেঙ্গালুরুতে মহাজোটের বৈঠকে জেডি(এস)-এর অনুপস্থিতি নিয়ে সোমবার প্রশ্ন করা হয় কুমারস্বামীকে। এর উত্তরে বিরোধী জোটে যোগের প্রস্তাব পুরোপুরি উড়িয়ে তিনি জানান, জেডিএস কোনও ভাবেই বিরোধী জোটের সঙ্গে যুক্ত হবে না। একইসঙ্গে ১৮ জুলাই হতে চলা এনডিএ’র বৈঠক প্রসঙ্গে তিনি জানান, “এনডিএ’র বৈঠকে সামিল হওয়ার জন্য এখনও কোনও প্রস্তাব বা আমন্ত্রণপত্র আসেনি আমাদের কাছে। যদি তেমন কোনও প্রস্তাব আসে তবে অবশ্যই আমরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করব। একইসঙ্গে কুমারস্বামী বলেন, “লোকসভা ভোটের এখনও আট-ন’মাস বাকি। এত তাড়াতাড়ি সব কিছু বলা যায় না। রাজনীতিতে অনেক কিছুই হতে পাবে। সময় এলেই সব স্পষ্ট হয়ে যাবে।”

উল্লেখ্য, ২০১৮ সালে কর্নাটক বিধানসভা নির্বাচনের পর জেডিএস ও কংগ্রেস মিলে জোট সরকার গঠন করে। তবে ঘোড়া কেনাবেচার অঙ্কে সেই সরকার ভেঙে যাওয়ার পর ২০২৩ সালের নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেতেই জেডিএস’কে ছেড়ে একাই সরকার গঠন করে। সেখান থেকেই দুই দলের দ্বন্দ্বের সূত্রপাত। কর্নাটকে বিধানসভা ভোটে জেডিএসের ভরাডুবির পর বিজেপি ঘনিষ্ঠতা বাড়ে কুমারস্বামীর। প্রকাশ্যে নরেন্দ্র মোদি সরকারের পাশে দাঁড়াতে দেখা যায় জেডিএসকে। নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কট ঘিরে বিতর্কে জেডিএস নেতা কুমারস্বামী নিশানা করেছিলেন কংগ্রেস-সহ বিরোধীদের। গত ২৮ মে সংসদ ভবন উদ্বোধন কর্মসূচিতেও যোগ দিয়েছিল জেডিএস। এবার তাদের ইঙ্গিত অবশ্য সরাসরি এনডিএ যোগের।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version