Tuesday, August 26, 2025

হেঁড়িয়ায় তৃণমূল কর্মীকে গাছে বে.ধে পে.ট্রোল ঢেলে পু.ড়িয়ে মা.রার চেষ্টা! কাঠগড়ায় বিজেপি

Date:

ভোট পরবর্তী হিংসায় এবার নৃশংস ঘটনার সাক্ষী পূর্ব মেদিনীপুর জেলা। এই পূর্ব মেদিনীপুরের খেজুরির হেঁড়িয়া এলাকায় তৃণমূল কর্মীকে গাছে বেধে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে ভর্তি করানো হয়েছে কাঁথি হাসপাতালে। ওই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।

যদিও বিজেপি সেই দাবি মানতে চায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল কর্মী নরেন্দ্রনাথ মাজি খেজুরি-১ ব্লকের উত্তর কলমদান গ্রামের দক্ষিণপল্লির বাসিন্দা। তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, জোর করে তাঁদের জায়গা দখল করে নিচ্ছেন স্থানীয় কয়েক জন। বিষয়টি নিয়ে নরেন্দ্রনাথ এবং তাঁর বাবা রবিবার থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় নরেন্দ্রনাথকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, এর পরই তাঁকে গাছে বেধে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। যা দেখে শিউরে ওঠেন গ্রামবাসীরা।
আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। হাসপাতালে শুয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। অভিযোগ করেন, ৩০ থেকে ৪০ জন তাঁর উপর চড়াও হন। সবাই এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত।
তৃণমূলের তরফ থেকে প্রাথমিক ভাবে অভিযোগ জানানো হয় খেজুরি থানায়। পরে হেঁড়িয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা বয়ান নেবে নরেন্দ্রনাথের। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের খোঁজ চলছে।
পুরো বিষয়টি নিয়ে টুইটে দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, খেজুরি ১এর ছাতনাবাড়ির টিকাশি অঞ্চলে, যেখানে আমাদের জয়, একটি বুথে হার, সেইখানে বিজেপি গুন্ডারা @AITCofficial কর্মী নরেন মাজিকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। চিকিৎসা চলছে। ব্লক নেতৃত্ব দেখছেন। আমরা বুধবার খেজুরি থানায় যাব। তার আগে পুলিশ দোষীদের গ্রেফতার করুক।এমনই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ‌ পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version