Tuesday, November 4, 2025

হেঁড়িয়ায় তৃণমূল কর্মীকে গাছে বে.ধে পে.ট্রোল ঢেলে পু.ড়িয়ে মা.রার চেষ্টা! কাঠগড়ায় বিজেপি

Date:

ভোট পরবর্তী হিংসায় এবার নৃশংস ঘটনার সাক্ষী পূর্ব মেদিনীপুর জেলা। এই পূর্ব মেদিনীপুরের খেজুরির হেঁড়িয়া এলাকায় তৃণমূল কর্মীকে গাছে বেধে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে ভর্তি করানো হয়েছে কাঁথি হাসপাতালে। ওই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।

যদিও বিজেপি সেই দাবি মানতে চায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল কর্মী নরেন্দ্রনাথ মাজি খেজুরি-১ ব্লকের উত্তর কলমদান গ্রামের দক্ষিণপল্লির বাসিন্দা। তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, জোর করে তাঁদের জায়গা দখল করে নিচ্ছেন স্থানীয় কয়েক জন। বিষয়টি নিয়ে নরেন্দ্রনাথ এবং তাঁর বাবা রবিবার থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় নরেন্দ্রনাথকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, এর পরই তাঁকে গাছে বেধে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। যা দেখে শিউরে ওঠেন গ্রামবাসীরা।
আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। হাসপাতালে শুয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। অভিযোগ করেন, ৩০ থেকে ৪০ জন তাঁর উপর চড়াও হন। সবাই এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত।
তৃণমূলের তরফ থেকে প্রাথমিক ভাবে অভিযোগ জানানো হয় খেজুরি থানায়। পরে হেঁড়িয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা বয়ান নেবে নরেন্দ্রনাথের। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের খোঁজ চলছে।
পুরো বিষয়টি নিয়ে টুইটে দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, খেজুরি ১এর ছাতনাবাড়ির টিকাশি অঞ্চলে, যেখানে আমাদের জয়, একটি বুথে হার, সেইখানে বিজেপি গুন্ডারা @AITCofficial কর্মী নরেন মাজিকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। চিকিৎসা চলছে। ব্লক নেতৃত্ব দেখছেন। আমরা বুধবার খেজুরি থানায় যাব। তার আগে পুলিশ দোষীদের গ্রেফতার করুক।এমনই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ‌ পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version