Thursday, November 13, 2025

দু’দিনের অন্তর্বর্তী জামিন পেলেন যৌ.ন হে.নস্থায় অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং

Date:

Share post:

অন্তর্বর্তী জামিন পেলেন কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং। মঙ্গলবার দিল্লি আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিল ব্রিজভূষণকে। জানা যাচ্ছে, ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন পেয়েছেন ব্রিজভূষণ। বৃহস্পতিবার হবে আবার এই মামলার শুনানি। মঙ্গলবার দিল্লি আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয় ব্রিজভূষণকে। আর মঙ্গলবার আদালতে হাজিরা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত। জামিন পান আরেক কর্তা বিনোদ তোমারও। মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জুলাই। আপাতত দু’দিনের জন্য জামিন মঞ্জুর ব্রিজভূষণ এবং বিনোদ তোমারের।

সম্প্রতি ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ আনেন বজরং পুনিয়া, বিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা। ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ। তার ভিত্তিতেই ব্রিজভূষণের বিরুদ্ধে সমন জারি করে দিল্লির আদালত। আর সেই কারণেই মঙ্গলবারই ব্রিজভূষণকে আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। এদিন শুনানির পরে আদালতের পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে ব্রিজভূষণ ও বিনোদ তোমারের।কুস্তিগিরদের হেনস্তার মামলায় আগামী ২০ জুলাই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ফের শুনানি হবে। ততদিন পর্যন্ত জামিন মঞ্জুর হয়েছে কুস্তি ফেডারেশনের দুই কর্তার।

জানা যাচ্ছে, শুনানির শুরুতেই আগাম জামিনের আবেদন করেন ব্রিজভূষণের আইনজীবীরা। যদিও জামিনের বিরোধিতা করেনি দিল্লি পুলিশ। কিন্তু তাঁদের আইনজীবী জানান, কয়েকটি শর্ত মানতে হবে কুস্তিকর্তা ব্রিজভূষণকে। আর তা হল, এই মুহূর্তে দিল্লি ছেড়ে কোথাও যেতে পারবেন না ব্রিজভূষণ। অভিযোগকারী এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা বা তাঁদের ভয় দেখানো যাবে না। আর এই শর্ত মানতে রাজি হয়ে যান ব্রিজভূষণ। তারপরেই ব্রিজভূষণ এবং বিনোদ তোমারকে দু’দিনের অন্তর্বর্তী জামিন দেন বিচারক।

আরও পড়ুন:বিশ্বকাপে ভারতীয় দলে যশস্বীকে দেখতে চান সৌরভ

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...