আর্থিক অনিয়মের অভিযোগ!গ্রে.ফতার কৌস্তুভ রায়

আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী কৌস্তুভ রায়। সোমবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

আরও পড়ুন:প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি
ইডি সূত্রের খবর, কৌস্তুভকে সোমবার সকালে তলব করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিয়ে জানান, সকালে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। বিকেলে ইডির সঙ্গে দেখা করার সময় হবে বলেও জানিয়ে দিয়েছিলেন কৌস্তুভ। তাঁর বক্তব্য মেনে নিয়ে ইডি তাঁকে বিকেল ৪টেয় হাজিরা দিতে বলেছিল।সেইমতো বিকেলে ইডির দফতরে পৌঁছেছিলেন ব্যবসায়ী।



ইডির কথামত বেশ কিছু নথি নিয়ে ইডির দফতরে পৌঁছে যান কৌস্তুভ রায়। টানা জিজ্ঞাসাবাদ করার পর রাত ১টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয় বলে ইডি সূত্রে খবর। কৌস্তুভের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় আধিকারিকেরা।

Previous articleপ্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির প্রয়াণে শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর
Next articleফুঁসছে অলকানন্দা! বৃষ্টি থামার লক্ষণ নেই উওরাখণ্ড ও হিমাচলে