Saturday, November 15, 2025

কেবল অপারেটরদের চিকিৎসায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

কেবল টিভির (Cable TV) অপারেটরদের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় নিয়ে আসবে রাজ্য সরকার। কেবল অপারেটারদের প্রত্যেকে যাতে স্বাস্থ্যসাথী কার্ড পায়, তা সুনিশ্চিত করা হবে। কলকাতা ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশন অফ ব্রডব্যান্ড আ্যান্ড কেবল টিভি অপারেটার্স-এর ১২ তম বার্ষিক অনুষ্ঠানে টেলিফোন ভাষণে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

পাশাপাশি, অপারেটারদের নানা ধরনের সমস্যার সমাধানে দুর্গাপুজোর আগে তাঁদের নিয়ে বৈঠক করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরে বৈঠকে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। মমতা জানান, “আমাদের ভবিষ্যৎ স্কিম আছে- যাতে সরকার ৫ লক্ষ টাকা গ্র্যান্ট দেয়। ওই টাকা নিয়ে আপনারা গ্রামেগঞ্জে ব্যবসা করতে পারবেন। যে কোনও বিপদে আমি ছিলাম, আছি, থাকব।”

এদিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন কলকাতার মেয়র এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কেবল অপারেটরদের উদ্দেশে তিনি বলেন, “এখন এমএসও এবং কেবল অপারেটারদের ব্যবসা চলছে না। বড় টেলিকম সংস্থাগুলি এখন এই ব্যবসায় এসে গিয়েছে। তারা এসে ডিরেক্ট-টু-হোম ব্যবহার করে এই সমস্ত অপারেটার ও তাদের কর্মীদের পথে বসিয়ে দিচ্ছে৷” ফিরহাদের কথায়, “রাজ্যে প্রায় ৫ লক্ষ কেবল অপারেটার রয়েছে। তাদের সঙ্গে আরও ৫০ লক্ষ মানুষ কাজ করেন। আমাদের কোনও একটা পলিসি করতে হবে। বড় অপারেটার এসে যাওয়ায় ছোটরা বন্ধ হয়ে গেল, এটা হতে পারে না। আমরা গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি।” তাঁর অভিযোগ, বড় টেলিকম সংস্থা বেআইনিভাবে ওভারহেড ফাইবার লাইন টানছে। সেই তার যখন কেটে পরিষ্কার করা হলে কেবল অপারেটারদের আ্যারেস্ট করানো হচ্ছে। কলকাতর মেয়র ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। সংস্থার পক্ষ থেকে সমাজের নানা ক্ষেত্রের গুণীজনদের হাতে ‘কলকাতা গৌরব’ সম্মান তুলে দেওয়া হয়।

আরও পড়ুন- বলি বাদশাকে ‘না’, শাহরুখের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা! 

 

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version