রাজারহাটে ভোট ব.য়কট নিয়ে ধোঁ.য়াশা, রিপোর্ট তলব বিচারপতি সিনহার

কিন্তু প্রশ্ন উঠেছে, ভোটারদের একাংশের বয়কটের পরেও তারা যে শেষ পর্যন্ত ভোট দেননি সেই প্রমাণ কোথায়?

রাজারহাট নিউটাউন এলাকার জ্যাংড়া-হাতিয়ারা দু’নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিভিন্ন কারণে ভোট বয়কট করেছিলেন। অথচ ওই এলাকার বুথ আবদুল কালাম আজাদ কলেজে ভোটের হার ৯৫ শতাংশ। ভোটের হার এত বেশি কী করে? মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি এবং আইজিকে বিষয়টি অনুসন্ধান করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে রাজারহাটের বিডিওকে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা।

কিন্তু প্রশ্ন উঠেছে, ভোটারদের একাংশের বয়কটের পরেও তারা যে শেষ পর্যন্ত ভোট দেননি সেই প্রমাণ কোথায়?
মামলাকারীর দাবি, স্থানীয় কিছু বিষয় নিয়ে ভোটাররা ভোট বয়কট করেন। যাঁরা ভোট দিতে গিয়েছিলেন, তাঁদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু প্রশ্ন, এর নেপথ্যে আদৌ কোনও প্রমাণ পেশ করা হয়েছে আদালতে? নাকি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব করেছে আদালত।

বিচারপতি সিনহার নির্দেশ, এক জন পুলিশ আধিকারিককে নিয়োগ করে ঘটনার অনুসন্ধান করবেন ডিজি এবং আইজি। আগামী ৩ অগস্ট আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

 

Previous articleকেবল অপারেটরদের চিকিৎসায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleবুধে মণিপুর যাচ্ছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল