টাকা ফেরত পাবেন সাহারা লগ্নীকারীরা, চালু হলো রিফান্ড পোর্টাল

অবশেষে চালু হলো সাহারা রিফান্ড পোর্টাল(Sahara refund portal)। মঙ্গলবার এই পোর্টাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এর মাধ্যমে সাহারা ইন্ডিয়ার চারটি কোঅপারেটিভ সোসাইটির লগ্নিকারীরা টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন জানান, আবেদন করার ৪৫ দিনের মধ্যে লগ্নিকারীরা তাদের টাকা ফেরত পেয়ে যাবেন।

গত ২৯ মার্চ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, নয় মাসের মধ্যে সাহারা গ্রুপের চারটি কো-অপারেটিভ সোসাইটির ১০ কোটি লগ্নিকারীকে টাকা ফিরিয়ে দেওয়া হবে। যে ঘোষণা করা হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ের পর। চারটি কো-অপারেটিভ সোসাইটির লগ্নিকারীদের টাকা ফেরানোর জন্যই মার্চেই ‘সাহারা-সেবি রিফান্ড অ্যাকাউন্ট’ (যে অ্যাকাউন্টে মোট ২৪,৯৭৯.৬৭ কোটি টাকা আছে) থেকে ৫,০০০ কোটি টাকা ট্রান্সফারের অনুমতি দেয় শীর্ষ আদালত।

সেইসময় শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল, কেন্দ্রীয় সরকারের আবেদন ‘যুক্তিসংগত এবং ক্ষতিগ্রস্ত জনসাধারণের বৃহত্তর স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ।’ সেইসঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে সাহারা গ্রুপের ওই চারটি কো-অপারেটিভ সোসাইটির লগ্নিকারীদের পরিচয় যাচাই করতে হবে কেন্দ্রকে। সেজন্য তাঁরা যে বিনিয়োগ করেছেন, সেটার প্রামাণ্য নথি জমা দিতে হবে। যাচাই প্রক্রিয়ার পর লগ্নিকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের টাকা ফেরত দিতে হবে বলে নির্দেশ দিযেছিল সুপ্রিম কোর্ট।

সেই পরিস্থিতিতে মঙ্গলবার নয়াদিল্লিতে সেই রিফান্ড পোর্টালের (‘CRCS-Sahara Refund Portal’) উদ্বোধন করেন শাহ। কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘সাহারা গ্রুপের চারটি কো-অপারেটিভ সোসাইটির (সাহারা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি, সাহারায়ান ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হামারা ইন্ডিয়া ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং স্টার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড) প্রকৃত আমানতকারীদের বৈধ ক্লেম দাখিলের জন্য একটি পোর্টাল তৈরি করা হয়েছে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রথম দফায় ৫,০০০ কোটি টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কেন্দ্রীয় সরকার। কতজন লগ্নিকারীর টাকা তখনও বকেয়া আছে (৫,০০০ কোটি টাকা টাকা ফেরত দেওয়ার পরে), সেটা জানানো হবে। তাঁদেরও টাকা ফিরিয়ে দেওয়ার যাতে অনুমতি দেওয়া হয়, সেই আর্জি জানাবে কেন্দ্র।

কীভাবে রিফান্ড করা হবে?
শাহ জানিয়েছেন, সাহারা রিফান্ড পোর্টালের মাধ্যমে প্রাথমিকভাবে এক কোটি মানুষকে ৪৫ দিনের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়া হবে। কারণ সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে লগ্নিকারীদের ১০,০০০ টাকা পর্যন্ত পাওয়ার কথা আছে, তাঁদের আগে টাকা ফেরানো হবে। সেইসঙ্গে যাঁদের বিনিয়োগের পরিমাণ বেশি, তাঁদেরও প্রাথমিকভাবে ১০,০০০ টাকা পর্যন্ত রিফান্ড দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, ‘পোর্টালের মাধ্যমের প্রায় ১ কোটি ৭ লাখ লগ্নিকারীর পুরো টাকা ফিরিয়ে দেওয়া হবে। সবমিলিয়ে চার কোটি লগ্নিকারীকে প্রাথমিক পর্যায়ে ১০,০০০ টাকা পর্যন্ত ফেরানো হবে।’

Previous articleNDA vs INDIA: লোকসভার লড়াইয়ে মোদির বিরুদ্ধে যু.দ্ধ ঘোষণা রাহুলের
Next articleবঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! আগামী ৪৮ ঘণ্টায় ফের দু.র্যোগ?